
স্যাঁতস্যাঁতে ভাব দূর করার উপায়
বর্ষায় বাইরে যেমন পানি, কাদা তেমনি ঘরের ভেতরও স্যাঁতসেঁতে থাকে। বিছানার পরিস্থিতিও একইরকম। তবে কয়েকটি সহজ কৌশলে এই বিরক্তিকর পরিস্থিতি থেকে মিলতে পারে মুক্তি। চলুন, জেনে নেওয়া যাক সেই কৌশল।
বর্ষার সময়ে জানালায় ভারী পর্দা লাগাবেন না। সিন্থেটিকের পর্দা তো ভুলেও ব্যবহার করবেন না। এগুলোর পরিবর্তে সুতি, লিনেন, খাদির পর্দা লাগান। কারণ, এসব কাপড়ের পর্দা ঘরে হাওয়া চলাচলের ব্যবস্থা করে দেয়।
সোফাও স্যাঁতসেঁতে হয়ে যায় এই সময়। তাই সোফার কভারের ক্ষেত্রে হালকা সুতির কাপড়ের ওপরেই ভরসা রাখতে পারেন। বিছানার ক্ষেত্রেও এই সমস্যা দেখা দিতে পারে। তাই সুতির চাদর ব্যবহার করুন। এ ক্ষেত্রে লিনেন কিংবা খাদির চাদর হতে পারে আপনার প্রথম পছন্দ।
সুতির চাদরেও বিছানার স্যাঁতসেঁতে ভাব দূর না হলে আরেকটি সহজ কৌশল অবলম্বন করতে পারেন। সে ক্ষেত্রে চাদরের নিচে হালকা কম্বল কিংবা এসি ব্ল্যাঙ্কেট বিছানায় পেতে রাখতে পারেন। এতে নিঃসন্দেহে আরাম পাবেন।
বর্ষার মেঘ, বৃষ্টিতে খুব সহজে অবসাদ গ্রাস করে। তাই এই সময়ে নিজেকে চনমনে করতে ঘরের রং বদল করতে পারেন। সাদা কিংবা অন্য কোনো হালকা রং করতে পারেন। একটু বেশি উজ্জ্বল আলো লাগাতে পারেন। তাতে ঘর নিমেষে উজ্জ্বল হয়ে উঠবে।
বাইরে বৃষ্টি হচ্ছে বলে দিনভর দরজা, জানালা বন্ধ করে রাখবেন না। তাতে ঘর স্যাঁতসেঁতে হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় অনেকটা। তাই এই সময় মাঝেমধ্যে জানালা খুলে রাখুন। তাতে বাইরের হাওয়া ভেতরে ঢুকবে।
তাসমিম