
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দিয়েছেন, আগামী ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে দলের পক্ষ থেকে সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি এ দিনটিকে “সৈরাচার মুক্ত বাংলাদেশ গঠনের ইতিহাস” হিসেবে আখ্যায়িত করেছেন।
তিনি বলেন, “গত বছরের ৩ আগস্ট ছিল হাসিনা পতনের ইশতেহার। আর এই বছরের ৩ আগস্ট হবে সৈরাচার মুক্ত বাংলাদেশের ভিত্তি রচনার দিন। যেখান থেকে এক দফার ডাক এসেছিল, সেখানেই আবার আমরা একত্রিত হব।”
তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “স্কুল-কলেজের ইউনিফর্ম পরা আমার শিক্ষার্থীরা, আগামী বাংলাদেশের নেতৃত্ব তোমাদেরই দিতে হবে। মানুষ আমাদের নিয়ে অভিযোগ করে কারণ তারা আমাদের ওপর আস্থা রাখে, প্রত্যাশা করে। সেই প্রত্যাশার পারদ যেমন বাড়ছে, তেমনি আমাদের দায়িত্বও বাড়ছে।”
আবির