
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার আসন্ন ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। গেল বছরের অক্টোবরে পেশায় ইঞ্জিনিয়ার দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’খ্যাত এই অভিনেত্রী।
দেবমাল্যের সঙ্গে গ্ল্যামার দুনিয়ার তেমন সম্পর্ক না থাকলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের নানা মুহূর্ত শেয়ার করতে দেখা গেছে মধুমিতাকে। এর মধ্যেই তাদের বিয়ে নিয়ে গুঞ্জন চলছিল। এবার জানা গেল, আসছে ডিসেম্বরেই চার হাত এক হচ্ছে এই জুটি। সম্ভাব্য তারিখ ৫ ডিসেম্বর এবং ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বৌভাত।
শোনা যাচ্ছে, ইতোমধ্যেই বিয়ের শাড়ি ও গয়না চূড়ান্ত করেছেন মধুমিতা। তবে বিয়ের দিনক্ষণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি।
এর আগে এক সাক্ষাৎকারে মধুমিতা বলেছিলেন, “বিয়ের আগে নিজের জন্য একটু সময় চাই। সবকিছু নিয়েই আমি ভীষণ ব্যস্ত।”
তবে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আনুষ্ঠানিক ঘোষণা শোনার জন্য।
মিমিয়া