
দেশের শীর্ষ নায়ক শাকিব খান হঠাৎ করেই দেশ ছেড়েছেন, আর তাঁর নতুন ভ্রমণটি যেন এক রহস্যের মতো। গত শনিবার রাতে ঢাকা ছাড়েন তিনি, এবং উড়োজাহাজের ভেতর থেকে একটি ছবি পোস্ট করে জানান, “অ্যাডভেঞ্চার শুরু হোক।”
ছবিতে দেখা যাচ্ছে, শাকিব খান রয়েছেন উড়োজাহাজের জানালার পাশে, অফ হোয়াইট টি-শার্ট পরিহিত, গলায় ঝুলছে সানগ্লাস, আর মাথায় ‘লুলুলেমন’ ব্র্যান্ডের ক্যাপ। তাঁর সঙ্গী হিসেবে আছেন প্রিয়তমা এবং ‘রাজকুমার’ সিনেমার নির্মাতা হিমেল আশরাফ।
যদিও শাকিব খান প্রায়শই আমেরিকায় ভ্রমণ করেন, এবারের সফরটা একান্ত ব্যক্তিগত বলে জানা গেছে। শাকিব খান গ্রীনকার্ডধারী হওয়ায় বছরে কিছু সময় সেখানে অবস্থান করতেই হয়। সূত্র বলছে, তিনি প্রায় দেড় মাসের জন্য আমেরিকায় থাকবেন এবং আগস্টের শেষ দিকে দেশে ফিরে আসবেন।
শাকিব খানের ভ্রমণের সাথে নতুন কিছু বড় পরিকল্পনা থাকলেও তিনি এ মুহূর্তে তাঁর ব্যক্তিগত জীবনে একটুকু সময় কাটাতে চাইছেন বলে জানা গেছে। দেশবাসী তাঁর সুস্থতা এবং নতুন অ্যাডভেঞ্চারের জন্য অপেক্ষা করছে।
রাজু