
দীর্ঘ বিরতির পর আবারও কনসার্টে পারফর্ম করতে যাচ্ছে ব্যান্ডদল অড সিগনেচার। আগামী ১ আগস্ট রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে আয়োজিত হতে যাচ্ছে ‘অড সিগনেচার: দ্য কামব্যাক’ শিরোনামের কনসার্ট। বিকেল ৩টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান।
২০২৩ সালের মাঝামাঝি সময়ে সিলেটে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়ে ব্যান্ডটি। নরসিংদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল আহাসান তানভীর পিয়াল এবং চালক আবদুস সালাম। আহত হন ব্যান্ডের আরও কয়েকজন সদস্য। এরপর থেকেই ব্যান্ডটি অঘোষিত বিরতিতে চলে যায়।
এই এক বছরেরও বেশি সময় ধরে ভক্তদের মধ্যে ছিল অপেক্ষা ও আবেগ। সামাজিক যোগাযোগমাধ্যমে অড সিগনেচারকে ফিরে পাওয়ার আহ্বান জানাতে দেখা যায় অসংখ্য ভক্তকে। যদিও মানসিকভাবে বিপর্যস্ত সদস্যদের পক্ষে এত দ্রুত ফিরে আসা সম্ভব ছিল না। অবশেষে চলতি বছরের মে মাসে ‘জগৎ মঞ্চ’ শিরোনামের একটি নতুন গান প্রকাশের মাধ্যমে সংগীতে ফেরে ব্যান্ডটি। তবে সেসময়ও কনসার্টে ফেরা হয়নি।
এইবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ব্যান্ডের অন্যতম সদস্য ও কিবোর্ডিস্ট-ভোকাল অমিতাভ জানান, এই আয়োজনে শুধু অড সিগনেচারই নয়, আরও কিছু অতিথি শিল্পীও পারফর্ম করবেন। পরিচিত গান ছাড়াও শ্রোতাদের জন্য থাকছে কিছু নতুন ও অপ্রকাশিত গান।
তিনি আরও বলেন, “এই কনসার্ট থেকেই আমরা ব্যান্ডের ভবিষ্যৎ পরিকল্পনা, নতুন সদস্যসহ বিভিন্ন বিষয় আনুষ্ঠানিকভাবে জানাবো।”
২০১৭ সালে গঠিত হওয়ার পর থেকেই তরুণদের মধ্যে অড সিগনেচার দারুণ জনপ্রিয়তা পায়। ‘আমার দেহখান’ গানটি ব্যান্ডটিকে নতুন উচ্চতায় নিয়ে যায়। এছাড়া ‘ঘুম’, ‘প্রস্তাব’, ‘দুঃস্বপ্ন’ ও ‘তুমিও পারো’ গানগুলোও শ্রোতাদের মনে স্থান করে নেয়।
Mily