ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

অজান্তেই শরীরে বাসা বাঁধছে ব্লাডার ক্যান্সার, জানুন উপেক্ষিত ৫টি লক্ষণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:৪১, ১৪ জুলাই ২০২৫

অজান্তেই শরীরে বাসা বাঁধছে ব্লাডার ক্যান্সার, জানুন উপেক্ষিত ৫টি লক্ষণ

ছবি: সংগৃহীত

মূত্রাশয়ের ক্যান্সার বা ব্লাডার ক্যান্সার সাধারণত রক্তমিশ্রিত প্রস্রাব, প্রস্রাবে জ্বালাপোড়া কিংবা হঠাৎ ওজন কমে যাওয়ার মতো দৃশ্যমান লক্ষণ দিয়ে শনাক্ত হয়। কিন্তু প্রাথমিক পর্যায়ে এই রোগ নীরব ঘাতকের মতো শরীরে প্রবেশ করে অনেকটাই অজান্তেই। অনেক সময় সাধারণ সংক্রমণ, মানসিক চাপ, বা পানিশূন্যতা ভেবে এগুলোকে অবহেলা করা হয়। কিন্তু কিছু সূক্ষ্ম পরিবর্তনের দিকে নজর রাখলে এই ক্যান্সার আগেই শনাক্ত করা সম্ভব।

চলুন জেনে নিই ব্লাডার ক্যান্সারের ৫টি উপেক্ষিত লক্ষণ:
১. প্রস্রাবের প্রবাহে পরিবর্তন

প্রস্রাবের ধারা ধীর হয়ে যাওয়া, থেমে থেমে আসা বা প্রস্রাবের পরেও পুরোপুরি খালি না হওয়ার অনুভূতি প্রোস্টেট সমস্যা মনে হলেও, এটি ব্লাডার ক্যান্সারেরও ইঙ্গিত হতে পারে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে এমন লক্ষণকে প্রায়শই উপেক্ষা করা হয়।

২. পেছনে বা পেলভিকে চাপ ভাব বা ভারী অনুভূতি
দীর্ঘক্ষণ বসে থাকার কারণে এমন অনুভূতি মনে হলেও, শারীরিক পরিশ্রম ছাড়াও যদি কোমরের নিচে বা পেলভিক অঞ্চলে ভারী টানটান অনুভব হয়, তা হতে পারে মূত্রাশয়ের প্রাথমিক টিউমারের চাপ।

৩. চা বা কফি খেতে অস্বস্তি হওয়া
হঠাৎ করে ক্যাফেইন বা অ্যালকোহল জাতীয় পানীয় খেলে প্রস্রাবের তীব্রতা বাড়া বা ব্যথা অনুভব হওয়া মূত্রাশয়ের অস্বাভাবিক কোষ গঠনের ইঙ্গিত হতে পারে। যদিও এটি প্রচলিত চিকিৎসা নির্দেশিকায় নেই, তবে সাম্প্রতিক গবেষণায় এমন প্রবণতা লক্ষ করা গেছে।

৪. প্রস্রাবের গন্ধে হঠাৎ পরিবর্তন
যদি পানি খাওয়ার পরেও প্রস্রাবের গন্ধ ধাতব বা রাসায়নিক ধরনের হয়, এবং তা দীর্ঘস্থায়ী হয়, তবে সেটি মূত্রাশয়ের কোষে অস্বাভাবিক পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। বিশেষজ্ঞরা জানান, কিছু ক্যান্সারজাত সংক্রমণ থেকে এমন গন্ধ তৈরি হতে পারে।

৫. সংক্রমণ ছাড়াও হালকা জ্বালাপোড়া
যখন প্রস্রাবে জ্বালাপোড়া থাকে কিন্তু ইউরিন টেস্টে কোনো সংক্রমণ ধরা পড়ে না সেক্ষেত্রে এটি ব্লাডার ক্যান্সারের উপসর্গ হতে পারে। বিশেষ করে যখন অ্যান্টিবায়োটিকেও উপশম হয় না, তখন বিষয়টি আরও গুরুতর।

এই উপসর্গগুলোকে সাধারণ সমস্যা ভেবে উপেক্ষা করলে পরবর্তীতে বড় বিপদ ডেকে আনতে পারে। যদি এসব উপসর্গ একসঙ্গে দেখা দেয় বা দীর্ঘদিন স্থায়ী হয়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

মুমু ২

×