ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

মির্জা ফখরুল

মিটফোর্ডের হত্যাকাণ্ডে বিএনপিকে জড়ানো সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক

প্রকাশিত: ১৪:০৬, ১৪ জুলাই ২০২৫

মিটফোর্ডের হত্যাকাণ্ডে বিএনপিকে জড়ানো সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক

 রাজধানীর মিটফোর্ড এলাকায় সম্প্রতি সংঘটিত লালচাঁদ সোহাগ হত্যাকাণ্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে জড়ানোর চেষ্টা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৪ জুলাই) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “এই হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা ইতোমধ্যেই জানিয়েছি। যদি কোনো ব্যক্তি দলের নাম ব্যবহার করে এর সঙ্গে জড়িত থাকে, তাকেও আমরা দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছি।”

তিনি অভিযোগ করেন, “নিহতের পরিবারের পক্ষ থেকেই এজাহারে নাম অন্তর্ভুক্তির অসঙ্গতি তুলে ধরা হয়েছে। এমন তিনজনের নাম দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। অথচ প্রকৃত খুনিরা এখনও অধরা।”

বিএনপি মহাসচিব বলেন, “এই নির্মম হত্যাকাণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে আমাদের দলের ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে। জাতীয় নির্বাচনের প্রাক্কালে অস্থিতিশীলতা তৈরির জন্য এ ঘটনা পরিকল্পিতভাবে কাজে লাগানো হচ্ছে কিনা, সে বিষয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, তাছাড়া আমরা বর্তমান সরকারের কাছে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া ব্যক্তিদের গ্রেপ্তার এবং দ্রুত বিচারের পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছি। এমন দৃঢ় দলীয় অবস্থান থাকা সত্ত্বেও একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে আমাদের দল এবং শীর্ষ নেতৃত্বের শালীনতা ও চরিত্রহননের দুঃসাহস প্রদর্শন করছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মিটফোর্ডের ঘটনার প্রকৃত তথ্য বের করতে বিএনপি একটি তদন্ত ও তথ্যানুসন্ধান কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, “আমরা বিশ্বাস করি অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। ব্যক্তি অপরাধের দায় দল নেবে না। অথচ পরিকল্পিতভাবে আমাদের শীর্ষ নেতৃত্বকে চরিত্রহননের চেষ্টা চলছে।”

তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, “ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচারের উদ্যোগ নিতে হবে। অন্যথায় জনরোষ সৃষ্টি হতে পারে।”

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

সানজানা

×