ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

বন্দরে অজ্ঞাতপরিচয় ব্যক্তি অজ্ঞান অবস্থায় উদ্ধার

সাখাওয়াত হোসেন, বন্দর, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৫৩, ১৪ জুলাই ২০২৫

বন্দরে অজ্ঞাতপরিচয় ব্যক্তি অজ্ঞান অবস্থায় উদ্ধার

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কামতাল এলাকার মালিভীটা দাখিল মাদরাসার পাশের রাস্তা থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে পথচারীরা তাঁকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী আব্দুস সালাম জানান, "ব্যক্তিটির পরনে এমন পোশাক ছিল, যা দেখে মনে হচ্ছে তিনি কোনো অটোরিকশা চালক ছিলেন। তবে আশপাশে কোনো যানবাহন বা তার পরিচয় শনাক্তের মতো কিছু পাওয়া যায়নি।"

ঘটনার বিষয়ে জনকন্ঠকে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামের বলেন, "খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। ব্যক্তিটিকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তিনি আরও জানান, বর্তমানে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে এবং কীভাবে তিনি অজ্ঞান হলেন তা তদন্তসাপেক্ষ বিষয়।

এ ঘটনার সঙ্গে কোনো অপরাধ সংশ্লিষ্ট আছে কি না, সে বিষয়েও পুলিশ যাচাই-

শিহাব

×