ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

আমরা সরকার চালাতে সাড়ে পাঁচ লাখ কোটি টাকা খরচ করি: ড. জাহেদ

প্রকাশিত: ১৬:২৮, ১৪ জুলাই ২০২৫

আমরা সরকার চালাতে সাড়ে পাঁচ লাখ কোটি টাকা খরচ করি: ড. জাহেদ

ছবি: সংগৃহীত

বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির টকশো ‘টাইমলাইন বাংলাদেশ’-এ রাজনৈতিক বিশ্লেষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ড. জাহেদ উর রহমান বলেন, “বিএনপি চাঁদাবাজি করবে না, খুনাখুনি করবে না—এই প্রত্যাশা আপনি রাখতে পারেন না। কিন্তু রাষ্ট্র বা সরকার কি এই অনিয়ম রোধ করার জন্য নেই? তাদের হাতে তো কোয়ারসিভ ফোর্স, পুলিশ, বাহিনী, তদন্ত ও বিচার ব্যবস্থা আছে। আমাদের ২ লাখ কোটি টাকার মতো উন্নয়ন বাজেট, আর ৫.৫ লাখ কোটি টাকার মতো অপারেশনাল বাজেট। ঘুষ-দুর্নীতির কথা বাদও দিলে, আমরা সরকারকে তো টাকা দিয়ে পুষি—এই কাজগুলো করার জন্যই। যদি সরকার সেটা ঠেকাতে না পারে, তাহলে তারা কেন ক্ষমতায় আছে?”

ড. জাহেদের মতে বিএনপির সদিচ্ছা থাকবে কি না, সেটা প্রশ্ন নয়। আমি যখন সরকারকে পুষছি, তখন আপনি এটা ঠেকাবেন। সরকার সেটা দীর্ঘদিন ধরে ঠেকায়নি বলেই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আর এখন সরকার বরং ইচ্ছাকৃতভাবে নিষ্ক্রিয় থেকেছে, যেন একটা সুযোগ তৈরি হয়। 

“বিভিন্ন জায়গায় মব তৈরি হয়েছে—তবে সব জায়গায় নয়। কিছু কিছু ঘটনায় এটি একেবারে ব্যক্তিগত শত্রুতার জায়গা থেকে ঘটেছে। এখন যদি ‘ভয়ের সংস্কৃতি’ প্রসঙ্গে আসি—আসলে গণঅভ্যুত্থান তখনই হয় যখন আমরা মানসিকভাবে একত্রিত হতে পারি। কিন্তু এই মনস্তত্ত্ব সবসময় থাকে না। বাস্তবতা হলো, আমরা খুব সাহসী নই। আর হবেই বা কেন? যেখানে নিজের জীবন বিপন্ন হতে পারে, সেখানে সাধারণ মানুষ আত্মরক্ষা নিয়ে ব্যস্ত থাকে”, বলেন তিনি।

তিনি আরও বলেন, “মাঝে মাঝে একটি 'ম্যাজিক্যাল মোমেন্ট' আসে—যেমনটি এসেছিল ১৯৭১ সালে। তারপর মানুষ আবার আগের মানুষেই ফিরে যায়। আমি প্রায়ই বলি—১৯৭৩ সালে ‘আবার তোরা মানুষ হ’ সিনেমা বানাতে হয়েছিল, কারণ মুক্তিযোদ্ধারাও তখন দুর্নীতি, লুটপাট, অনিয়মে জড়িয়ে পড়েছিলেন। সেই বাস্তবতা থেকে আমরা খুব একটা সরে আসতে পারিনি।”

আবির

×