
ছবি: সংগৃহীত
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, বর্তমান সরকারের মেয়াদকালেই জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে। তিনি বলেন, নারায়ণগঞ্জে জুলাইয়ের গণঅভ্যুত্থানে ২১ জন শহীদ হন এবং আহত হন প্রায় সাড়ে তিনশ মানুষ। এসব ঘটনার বিচার নিয়ে কোনো ধরনের গাফিলতি হবে না এবং বিচারিক কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে।
সোমবার (১৪ জুলাই) নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জে দেশের প্রথম 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ড. নজরুল জানান, জুলাইয়ের ঘটনায় দায়ের করা বিভিন্ন মামলার তদন্তে অগ্রগতি হয়েছে এবং ৫ আগস্টের আগেই চার্জশিট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে দ্রুত বিচার আইনের আওতায় এসব মামলার বিচার করা হবে।
তিনি বলেন, জুলাইয়ের আত্মত্যাগ, শোক ও সাহস জাতিকে একটি পরিবারে পরিণত করেছিল, সেই ঐক্য ধরে রেখে আমাদের বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়তে হবে—যেখানে থাকবে প্রকৃত গণতন্ত্র এবং কোনো শাসক অপশাসক হতে পারবে না। স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা ভেঙে চাঁদাবাজি ও সহিংসতা চলছে উল্লেখ করে তিনি বলেন, যেমন করে জুলাইয়ে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদকে পরাজিত করা হয়েছে, তেমনি ঐক্যবদ্ধ থাকলে চাঁদাবাজদেরও প্রতিরোধ করা সম্ভব। প্রশাসন এ বিষয়ে জনগণের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
শিহাব