ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

৩ আগস্ট শহীদ মিনারে এনসিপির সমাবেশে যে চমক থাকবে

প্রকাশিত: ২২:৫২, ১৪ জুলাই ২০২৫

৩ আগস্ট শহীদ মিনারে এনসিপির সমাবেশে যে চমক থাকবে

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারে বড় সমাবেশের আয়োজন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত বছরের ৩ আগস্ট ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা এই তারিখে সরকার পতনের এক দফা দাবি উত্থাপিত হয়েছিল শহীদ মিনারে। এবার বর্ষপূর্তিতে আবারো সেখানেই জমায়েত করছে এনসিপি।

বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি বর্তমানে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ৩০ জুলাই পর্যন্ত চলা এই পদযাত্রায় দেশের বিভিন্ন স্থানে পথসভা ও সমাবেশে সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যাচ্ছে। সংগঠনের কেন্দ্রীয় নেতারা নিজে থেকেই অংশ নিচ্ছেন এসব কর্মসূচিতে।

পদযাত্রার সমাপ্তি ঘটবে ৩ আগস্ট শহীদ মিনারে, যেখানে ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করার ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। একইসঙ্গে তিনি জানিয়েছেন, যদি সরকার ৩ আগস্টের আগে নিজ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশে ব্যর্থ হয়, তাহলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তারা আবার আন্দোলনে নামবে।

জুলাই ঘোষণাপত্র নিয়ে বর্তমানে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। সরকার এর খসড়া প্রস্তুতের দায়িত্ব দিয়েছে অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদকে। ইতিমধ্যে সেই খসড়া বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। সরকার চায়, ৫ আগস্টের আগেই এই ঘোষণাপত্র চূড়ান্ত হোক।

এদিকে, এনসিপি দাবি করছে, ঘোষণাপত্রে গণ-অভ্যুত্থানের বৈধতা, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ও ভবিষ্যতে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ঠেকাতে আইনি স্বীকৃতি থাকা প্রয়োজন। তারা চায় ঘোষণাপত্রটি সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্ত হোক।

তবে বিএনপি বলছে, ঘোষণাপত্রের চেতনা সংবিধানে যুক্ত করা যেতে পারে, তবে পুরো ঘোষণাপত্র নয়। তারা ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ শিরোনামে শুধু একটি উল্লেখ রাখতে চায় সংবিধানের চতুর্থ তফসিলে।

এনসিপির শীর্ষ নেতারা বলছেন, আওয়ামী লীগের দুঃশাসনের সাংবিধানিক আবরণ ভেঙে দিতে গণ-অভ্যুত্থান হয়েছিল। এখন তা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না পেলে ভবিষ্যতে আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার ঝুঁকি থাকবে।

দলটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘‘আমরা চাই সরকারই ঐকমত্যের ভিত্তিতে জুলাই মাসের মধ্যেই ঘোষণাপত্র জারি করুক। তা না হলে ৩ আগস্ট আমরা নিজেরাই ঘোষণাপত্র দেব, ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন পক্ষকে সঙ্গে নিয়ে।’’

ফলে ৩ আগস্টের আগে সরকার ঘোষণাপত্র প্রকাশ করে কিনা, কিংবা এনসিপি নিজেরাই তা ঘোষণা দেয় কি না, সেদিকেই এখন নজর পুরো দেশের রাজনৈতিক অঙ্গনের।

আঁখি

×