ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন দিতে হবে

প্রকাশিত: ২১:৩৫, ১৪ জুলাই ২০২৫

২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন দিতে হবে

ছবিঃ সংগৃহীত

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন দিতে হবে এবং এর কোনো ব্যতিক্রম হবে না— এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “অনেকে চেষ্টা করছে দেশে যেন আর কোনো নির্বাচন না হয়, জনগণ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে। নানামুখী চক্রান্ত করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।”

তিনি অভিযোগ করেন, “অকথ্য ভাষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে স্লোগান দেওয়া হচ্ছে। তারা মনে করছে, এতে বিএনপি পিছিয়ে যাবে, ঘরের মধ্যে ঢুকে পড়বে। কিন্তু আমরা স্পষ্ট করে বলছি—বিএনপি সেই দল, যারা ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়াতে জানে। শহীদদের প্রেরণায় আমরা এগিয়ে যাচ্ছি।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “আমরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করে ফ্যাসিস্টদের বিদায় করেছি। যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট শাসক ক্ষমতায় আসতে না পারে, সে প্রতিরোধও গড়ে তুলবে বিএনপি।”

তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “যখন প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমান বৈঠক করে নির্বাচনের সময় ঠিক করেন, তখন থেকেই কারও কারও মাথা খারাপ হয়ে গেছে। যারা তারেক রহমান ও বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে, তারা গণতন্ত্র ও দেশের শত্রু।”

মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রের প্রশ্নে বিএনপির কোনো আপস নেই। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। যে সিদ্ধান্ত হয়েছে, সেই সময়ের মধ্যেই নির্বাচন হতে হবে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছি।”

ইমরান

×