ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও গুজবের নেতৃত্বে ওই গুপ্ত সংগঠন

ফরহাদ হোসেন, লক্ষ্মীপুর

প্রকাশিত: ২০:২৫, ১৪ জুলাই ২০২৫

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও গুজবের নেতৃত্বে ওই গুপ্ত সংগঠন

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম বলেন, 'একটি দল, যারা দীর্ঘদিন গুপ্ত সংগঠন ও গুপ্তচর হিসাবে ছিল। ওই রাজাকারের বাচ্চারা স্বৈরাচারের দোষরদের নিয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আজ স্বৈরাচার ও রাজাকার মিলেমিশে একাকার হয়ে গেছে। দেশে একাধিক হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু বট বাহিনী শুধু একটির বিচার চায়। এজন্য আন্দোলন করছে, ফেসবুকে বিএনপির বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে। অথচ ছাত্রদল সবগুলো হত্যার বিচার ও সকল অন্যায়ের প্রতিবাদ জানিয়েছে।'

গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা ও দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিসহ বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রদল। সোমবার (১৪ জুলাই) বিকালে মিছিলটি শহরের শহীদ আফনান চত্বর থেকে শুরু হয়ে দক্ষিণ স্টেশনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য কথাগুলো বলেছেন জেলা ছাত্রদলের শীর্ষ এই নেতা। 

তিনি আরও বলেন, যখন আমাদের নেতা তারেক রহমান, দেশে আসার প্রস্তুতি নিচ্ছে। তখন ষড়যন্ত্রকারীরা ভয়ে-আতঙ্কে ওনার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। গুজব রটাচ্ছে, ষড়যন্ত্র করছে। ওইসব গুপ্ত সংগঠন ও স্বৈরাচারের দোষরদের হুশিয়ার করছি। ভালো হয়ে যান, না হয় এই দেশে আপনাদের ঠিকানা হবে না। আমরা বিগত ১৭ বছর আন্দোলন করেছি। আগামীতে যদি, দেশ ও গণতন্ত্র রক্ষায় জীবন দিতে। সেটির জন্যও ছাত্রদলের সকল নেতাকর্মী প্রস্তুত রয়েছে। 

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম রাজন, সহ-সভাপতি আবদুল্লাহ আল খালেদ, কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুর রহমান অভি, সদর উপজেলা পূর্ব ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের সদস্য সচিব জাহের ইসলাম জাহাঙ্গীর, রায়পুর উপজেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমানসহ কয়েক শতাধিক নেতাকর্মী।

Jahan

×