
কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ল ৬১ মণ ইলিশ। সোমবার (১৪ জুলাই) বিকেলে এ পরিমাণ মাছ নিয়ে মৎস্য বন্দর আলীপুর এসেছেন জেলেরা । এসব মাছ বিএফডিসি মার্কেটর মেসার্স খান ফিস নামে একটি আড়তে নিলাম ডেকে ৩৩ লাখ ৪৮ হাজার ৭০৪ টাকায় বিক্রি করা হয়েছে । কুয়াকাটা থেকে আনুমানিক ১৭০ কিলোমিটার গভীর সাগরে এ পরিমাণ ইলিশ ধরা পড়ে।
জানা গেছে , এফ বি আল্লাহর দান নামের একটি মাছ ধরার ট্রলার বৃহস্পতিবার আলীপুর ঘাট থেকে ২২ জন জেলে নিয়ে সাগরে যায়। শনিবার জাল ফেলতেই মাছগুলো ধরা পড়ে। জাল তুলে আলীপুর এসে ৪ টি সাইজ করে নিলাম ডাকে খান ফিসে বিক্রি করেন।
খান ফিসের ম্যানেজার সাগর মিয়া জানান, , ৯০০ গ্রাম থেকে এক কেজি ওজনের ইলিশ মণ ৭৩ হাজার টাকা, ৬০০ গ্রাম থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ মণ ৫৮ হাজার, ৪০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম ওজনের মাছ ৪৪ হাজার টাকা মণ দরে বিক্রি হয়েছে। এছাড়াও অন্যান্য বিভিন্ন সামুদ্রিক মাছ ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে। সব নিয়ে মোট ৩৩ লাখ ৪৮ হাজার ৭০৪ টাকা বিক্রি হয়েছে । ট্রলার মাঝি আবু সালেহ জানান, প্রায় একমাস পর বেশি পরিমাণ মাছ পেয়েছি। আলীপুরের খান ফিসে ৩৩ লাখ টাকায় বিক্রি করেছেন । তবে দামও কিছুটা কমেছে।
মেসার্স খান ফিসের মালিক রহিম খান জানান, জেলেরা আজকে বেশ বড় সাইজের ইলিশ নিয়ে ফিরেছেন। বর্তমানে লম্বা জালে বেশ ভালো মাছ ধরা পড়ছে। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এখন জেলেরা ভালো মাছ পাচ্ছেন। তবে গভীর সমুদ্রে বেশি পাওয়া যাচ্ছে। জালের প্রশস্ততা বাড়ালে বড় সাইজের আরো বেশি মাছ ধরা পড়বে। আবহাওয়া ঠিক হয়ে গেলে মাছের আমদানি বাড়বে।
আঁখি