ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

অ্যালার্জি থেকেও হতে পারে হার্ট অ্যাটাক, জানুন ‘কাউনিস সিনড্রোম’ সম্পর্কে

প্রকাশিত: ২২:৪৮, ১৪ জুলাই ২০২৫; আপডেট: ২২:৪৯, ১৪ জুলাই ২০২৫

অ্যালার্জি থেকেও হতে পারে হার্ট অ্যাটাক, জানুন ‘কাউনিস সিনড্রোম’ সম্পর্কে

সাধারণভাবে হার্ট অ্যাটাকের জন্য কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, ধূমপান কিংবা অতিরিক্ত মানসিক চাপকে দায়ী করা হয়। কিন্তু চিকিৎসকদের মতে, তীব্র অ্যালার্জির প্রতিক্রিয়াতেও ঘটতে পারে হার্ট অ্যাটাক। বিরল কিন্তু বাস্তব এই পরিস্থিতিকে বলা হয় কাউনিস সিনড্রোম

কাউনিস সিনড্রোম কী?
কাউনিস সিনড্রোম হলো এমন একটি অবস্থা, যেখানে অ্যালার্জি বা অতিসংবেদনশীলতার প্রতিক্রিয়া সরাসরি হৃৎপিণ্ডের ওপর প্রভাব ফেলে। এর ফলে এনজাইনা (বুকে ব্যথা), হার্ট অ্যাটাক, করোনারি ধমনীর খিঁচুনি বা সংকোচন দেখা দিতে পারে।

কেন হয় এই সিনড্রোম?
অ্যালার্জি প্রতিক্রিয়ার সময় শরীর থেকে হিস্টামিন, লিউকোট্রিয়েনসহ বিভিন্ন রাসায়নিক নির্গত হয়, যা হৃৎপিণ্ডের ধমনীতে রক্তপ্রবাহে ব্যাঘাত ঘটাতে পারে। মৌমাছির কামড়, নির্দিষ্ট খাবার, ল্যাটেক্স বা কিছু ওষুধ থেকেও এমন প্রতিক্রিয়া হতে পারে।

কাউনিস সিনড্রোমের জটিলতা

  • ধমনীর সংকোচন: অ্যালার্জির রাসায়নিক পদার্থ ধমনীগুলোকে সংকুচিত করে, ফলে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়।

  • প্লাক ফেটে যাওয়ার ঝুঁকি: ধমনিতে কোলেস্টেরল জমা থাকলে অ্যালার্জির প্রতিক্রিয়া সেই প্লাককে ফাটিয়ে ফেলতে পারে। এতে রক্তজমাট তৈরি হয়ে হার্ট অ্যাটাক হতে পারে।

  • স্টেন্ট থ্রম্বোসিস: যাদের হার্টে স্টেন্ট বসানো রয়েছে, অ্যালার্জির কারণে সেখানেও রক্তজমাট বাঁধতে পারে।

কাউনিস সিনড্রোমের উপসর্গ
এই সিনড্রোমে অ্যালার্জি ও হৃদরোগের লক্ষণ একসাথে দেখা দিতে পারে—
✔ বুকে চাপ বা তীব্র ব্যথা
✔ শ্বাসকষ্ট
✔ ত্বকে ফুসকুড়ি, চুলকানি বা ফোলাভাব
✔ রক্তচাপ হঠাৎ কমে যাওয়া
✔ মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার উপক্রম
✔ রক্ত পরীক্ষায় ট্রোপোনিনের মাত্রা বেড়ে যাওয়া

 সতর্ক থাকুন
অ্যালার্জির ইতিহাস থাকলে অতিরিক্ত সতর্ক থাকুন। প্রয়োজনে আগে থেকেই চিকিৎসকের পরামর্শ নিন। কারণ অ্যালার্জির মতো সাধারণ কিছু থেকেই হৃদরোগের ঝুঁকি তৈরি হতে পারে।

মিমিয়া

×