ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ফেসবুক ফাঁদে পা দিয়ে অপহরণের শিকার যুবক, গ্রেপ্তার ৪

ফরহাদ হোসেন, লক্ষ্মীপুর

প্রকাশিত: ২০:২৫, ১৪ জুলাই ২০২৫

ফেসবুক ফাঁদে পা দিয়ে অপহরণের শিকার যুবক, গ্রেপ্তার ৪

ফেসবুকের ফেইক আইডি দিয়ে ফাঁদ পেতে শহিদুল ইসলাম (২৪) নামে নোয়াখালীর এক যুবককে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এনে অপহরণ করার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এসময় তাকে মারধরসহ মোবাইলফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে শহিদকে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে আটক করে।

সোমবার (১৪ জুলাই) সকালে ভুক্তভোগী শহিদ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। দুপুরে মামলায় আটক ৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, ফেসবুকে ফেইক আইডি খুলে অভিযুক্তরা শহীদের সঙ্গে একটি সম্পর্ক গড়ে তোলে। পরে তাকে দেখা করার জন্য তারা চন্দ্রগঞ্জ নিয়ে আসে। চন্দ্রগঞ্জ আসলেই তারা তাকে পূর্বকলিপ্তভাবে অপহরণ করে।

ভুক্তভোগী শহিদ নোয়াখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের আরিফ মিয়া রাজ বাড়ির মৃত আব্দুল কাদেরের ছেলে ও মাইজদি শহরের সিঙ্গার শোর রুমের কর্মচারী।
থানা পুলিশ ও ভূক্তভোগী জানায়, রোববার ( ১৩ জুলাই) বিকেলে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে শহীদকে অভিযুক্তরা অপহরণ করে। পরে তাকে চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর এলাকার ধোপাঘাটা স্টীল ব্রিজের পূর্ব পাশে একটি দোকানের পেছনে নিয়ে মারধর ও মোবাইল-টাকা ছিনিয়ে নেয় তারা। তার কাছ থেকে ৫০ হাজার টাকা চেয়েছে তারা। টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল অভিযান চালিয়ে শহীদকে উদ্ধার করে। একই সময় অভিযুক্তদেরকেও আটক করে পুলিশ। তারা হলেন ওমর ফারুক, রুমান আহমেদ রতন, সিফাত হোসেন, মো. অনিক। এজাহারভুক্ত অপর আসামি নজরুল ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করলেও কৌশলে সে পালিয়ে যায়। ঘটনার সময় নজরুল তার কাছ থেকে ২৫ হাজার টাকা ও একটি স্মার্ট মোবাইল ফোন নিয়ে যায় বলে জানায় শহিদ।

ভুক্তভোগী শহিদুল ইসলাম বলেন, চন্দ্রগঞ্জ গেলে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা আমার গতিরোধ করে। একপর্যায়ে তারা আমাকে অপহরণ করে নিয়ে যায়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজীম গণমাধ্যমকে জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্ত ৪ জনকে আটক করে। মামলায় আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। অভিযুক্ত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

রাজু

×