
ছবি: সংগৃহীত
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন,অপপ্রচারে বিভ্রান্ত নয়, তারেক রহমান আছেন জনগণের হৃদয়ে৷
সোমবার (১৪ জলাই) দুপুর সোয়া ১ টায় ড. খন্দকার মারুফ হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, সময়ে লক্ষ্য করা যাচ্ছে, কিছু সুবিধাবাদী গোষ্ঠী জনাব তারেক রহমানকে লক্ষ্য করে উদ্দেশ্যমূলক অপপ্রচারে লিপ্ত হয়েছে। যখন ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে জনাব তারেক রহমানের শক্তিশালী কণ্ঠস্বর বিশ্বব্যাপী প্রকম্পিত হয়েছে। তখন দেখা গেছে, কিছু চিহ্নিত গোষ্ঠী সেই ফ্যাসিস্ট সরকারের তাবেদারিতে নিজেদের ব্যস্ত রেখেছে। একটি দল পরবর্তীতে ফ্যাসিস্টদের ক্ষমা করার ঘোষণা দিয়েছে।
ড.মারুফ হোসেন আরো লিখেন,বিশেষ করে প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর সফল বৈঠকের পর একটি মহল দিশেহারা হয়ে পড়েছে এবং বিভ্রান্তিকর প্রচারণায় নিজেদের জড়িয়ে ফেলেছে।
কিন্তু তারা ভুলে গেছে—তারেক রহমান কৃত্রিম আলো নন, তিনি এদেশের কোটি মানুষের আত্মবিশ্বাস ও প্রেরণার প্রতীক। ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক—সবার হৃদয়ে তাঁর জন্য ভালোবাসা অটুট।
মনে রাখবেন—যেদিন তিনি বাংলাদেশের মাটিতে পদার্পণ করবেন, সেদিন ষড়যন্ত্রকারীরা ইতিহাসের আঁধারে হারিয়ে যাবে। হারিকেন নিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না।
শিহাব