ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

বিএনপির বিরুদ্ধে যারা কথা বলছেন, বুঝে-শুনে বলবেন: দুদু

প্রকাশিত: ১৭:৩১, ১৪ জুলাই ২০২৫

বিএনপির বিরুদ্ধে যারা কথা বলছেন, বুঝে-শুনে বলবেন: দুদু

ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপির বিরুদ্ধে যারা কথা বলছেন বা স্লোগান দিচ্ছেন, তাদের বুঝেশুনে কথা বলতে সতর্ক করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির দেওয়া ত্যাগ অপূরণীয়।

সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাজকল্যাণ পরিষদের আয়োজনে বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

তিনি অভিযোগ করেন, চাঁদপুরে মসজিদের ইমামের ওপর হামলা ও খুলনায় সাবেক যুবদল নেতাকে হত্যা—এসব ঘটনা নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত ও গণতন্ত্র রোধের উদ্দেশ্যে সংঘটিত হয়েছে।

মিটফোর্ডে যুবদল কর্মী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দুদুর দাবি, নিহত যুবদল কর্মীকে উদ্দেশ্য করে চাঁদাবাজির মিথ্যা প্রচার চালিয়ে বিএনপিকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে। এটি একটি পরিকল্পিত হত্যা যার পেছনে উদ্দেশ্য হলো দেশে গণতন্ত্র ও নির্বাচন বাধাগ্রস্ত করা। তিনি বলেন, যারা সংস্কার ছাড়া নির্বাচনের বিরোধিতা করে, তারা প্রকৃতপক্ষে গণতন্ত্রের পক্ষে নয়; ভবিষ্যতে ইতিহাসে তাদের স্বৈরাচারের সহযোগী হিসেবেই বিবেচনা করা হবে।

শিহাব

×