ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

বাংলাদেশের ইতিহাসে এত জনসমর্থন আর কোনো সরকার পায়নি

প্রকাশিত: ১৪:৫৫, ১৪ জুলাই ২০২৫

বাংলাদেশের ইতিহাসে এত জনসমর্থন আর কোনো সরকার পায়নি

ছবি: সংগৃহীত

গাজী টেলিভিশনের জনপ্রিয় টক শো ‘টাইমলাইন বাংলাদেশ’-এ নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এত জনসমর্থন আর কোনো সরকার তৈরি হয়নি।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় যারা মাঠে ছিল প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সাধারণ জনগনের দিক থেকে ড. মুহাম্মদ ইউনূস আসায় কোনো প্রশ্ন ওঠেনি। 

তিনি আরও বলেন, একটা জায়গাতে তিনি (ড. মুহাম্মদ ইউনূস) শুরুর সময়টাতে অনেক বেশি সফল বিশেষ করে শেখ হাসিনার পরবর্তী সময়ে ভারতের যে তীব্র চাপ তৈরি হতে পারতো সেটা উনার মত একজন বিরাট ফিগার থাকায় অত্যন্ত সফলভাবে মোকাবেলা করেছেন।

 

ভিডিও লিংক: https://www.facebook.com/watch/?v=1111623860809389&rdid=2YKE1AnQchBpbaOL

শিহাব

×