ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

মির্জা ফখরুল

এরা কোনো রাজনৈতিক চিন্তাভাবনার লোক নয়, প্রফেশনাল মাফিয়াস

প্রকাশিত: ১৫:৩০, ১৪ জুলাই ২০২৫

এরা কোনো রাজনৈতিক চিন্তাভাবনার লোক নয়, প্রফেশনাল মাফিয়াস

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সম্প্রতি যে হত্যাকাণ্ড ঘটেছে, তা একেবারে পৈশাচিক ও নারকীয়। যারা এটি ঘটিয়েছে, তারা কোনো রাজনৈতিক আদর্শের অনুসারী নয়, বরং তারা প্রফেশনাল কিলার বা মাফিয়াচক্রের সদস্য। তাদের প্রতি আমাদের বিন্দুমাত্র সহানুভূতি নেই।”

দলের তৃণমূল পর্যায়ে যারা নিয়মশৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি বা সহিংসতায় যুক্ত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে সারা দেশে সাড়ে চার হাজার নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি। 

মিটফোর্ডের হত্যাকাণ্ডে দলীয় শৃঙ্খলা ও দায়ের কথায় মির্জা ফখরুল বলেন, “আমরা এই বর্বর ঘটনার তীব্র নিন্দা করেছি, প্রতিবাদ জানিয়েছি এবং দোষী হিসেবে দলের যে দুই-একজনের নাম এসেছে, তাদের বহিষ্কার করেছি। বাকিদের চিহ্নিত করতে নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানিয়েছি যেন তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়।”

দল থেকে বহিষ্কারই কি যথেষ্ট—এমন প্রশ্নে ফখরুল বলেন, “আমরা তো বিচার করতে পারি না, খুন তো করতে পারি না। বিচার করবে সরকার, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী। আমরা তাদের যথাযথ পদক্ষেপ নিতে বলেছি, লিখিত বিবৃতি দিয়েছি, টেলিফোনেও জানিয়েছি।”

ভিক্টিম পরিবারকে বিএনপি আইনি সহায়তা দেবে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “হ্যাঁ, শতভাগ সহায়তা দেওয়া হচ্ছে। আমাদের আইনজীবীদের নির্দেশ দেওয়া হয়েছে যেন ভিক্টিম পরিবারকে সর্বাত্মক সহায়তা দেওয়া হয়।”

তিনি আরও বলেন, “প্রায় ১৫ বছর ধরে দেশে একটি ফ্যাসিস্ট রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে। সেই সংস্কৃতি থেকে সহজে বের হওয়া সম্ভব নয় যতক্ষণ না একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসে এবং রাজনৈতিক সিস্টেম সংস্কার হয়।”

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বিএনপির অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই না, যেখানে এই ধরনের বর্বরতা বারবার ঘটবে। এদের কোনো রাজনৈতিক আদর্শ নেই, এরা শুধুই পেশাদার অপরাধী। তাদের কোনো প্রকার প্রশ্রয় আমাদের নেই।”

 

সানজানা

আরো পড়ুন  

×