
ছবিঃ সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অশালীন স্লোগান ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নান্দাইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৪ জুলাই) বিকালে নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরীর নির্দেশে ১৩টি ইউনিয়নে এই কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সোমবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে নান্দাইল চৌরাস্তায় গিয়ে দেখা যায়, বিএনপির নেতাকর্মীরা কেন্দুয়া মোড়ে অবস্থিত আঞ্চলিক কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের বিভিন্ন রাস্তা পদক্ষিণ করে চৌরাস্তা চত্বরে যাত্রী ছাউনিতে এসে শেষ করে।
এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান, রেজাউল করিম ভূঁইয়া বাবলু, গাংগাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. সাইফুল ইসলাম, জেলা যুবদল নেতা কামরুজ্জামান রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রোকন উদ্দিন সরকার, উপজেলা যুবদল নেতা শাকিল মাহমুদ প্রমুখ। বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন মুঠোফোনে দৈনিক জনকণ্ঠকে জানান, নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরীর নির্দেশে মুশুলী, গাংগাইল, মোয়াজ্জেমপুর, চন্ডীপাশা, আচারগাঁও, খারুয়া সহ ১৩টি ইউনিয়নে এই কর্মসূচি পালিত হয়েছে।
ইমরান