ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

জুলাই আন্দোলনে পুলিশের লাঠিচার্জে আহত সাংবাদিক শামীম, পক্ষাঘাতগ্রস্ত হয়ে অর্থাভাবে থমকে গেছে চিকিৎসা

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১০:১৭, ১৪ জুলাই ২০২৫; আপডেট: ১০:১৯, ১৪ জুলাই ২০২৫

জুলাই আন্দোলনে পুলিশের লাঠিচার্জে আহত সাংবাদিক শামীম, পক্ষাঘাতগ্রস্ত হয়ে অর্থাভাবে থমকে গেছে চিকিৎসা

ছবি- দৈনিক জনকণ্ঠ

২০২৪ সালের ৩১ জুলাই বরিশাল নগরী ছিল আন্দোলনে উত্তাল। সেদিন ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ছবি তোলার অপরাধে পুলিশের হামলায় গুরুতর আহত হয়েছিলেন সিনিয়র ফটো সাংবাদিক শামীম আহমেদ।

এরপর থেকে দৈনিক যুগান্তরের বরিশাল অফিসের ফটো সাংবাদিক শামীম আহমেদ শারীরিক ও মানসিক যন্ত্রণার একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হন। এখনও তার চোখে-মুখে ভয়াল আতঙ্কের ছাপ। কাটাচ্ছেন দুর্বিষহ দিন। এ অবস্থায় তার উন্নত চিকিৎসার দাবি করেছেন পরিবারের সদস্যরা।

সেদিন শামীম আহমেদের শরীর ও মাথায় লাঠি দিয়ে আঘাত করেছিলো পুলিশ। সেই ঘটনার পর আর সোজা হয়ে দাঁড়াতে পারেননি তিনি। বর্তমানে পরিবার-পরিজন নিয়ে চরম অর্থাকস্টে দিনাতিপাত করেছেন বরিশালের মিডিয়াপাড়ার সকলের পরিচিত মুখ সিনিয়র ফটো সাংবাদিক শামীম আহমেদ ওরফে মামা শামীম।

রবিবার (১৩ জুলাই) দিবাগত রাতে কাঁপা কাঁপা স্বরে জুলাই আন্দোলনে আহত হয়ে বর্তমানে পক্ষাঘাতগ্রস্ত সাংবাদিক শামীম আহমেদ বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সেদিন পুলিশ বেধরক লাঠিচার্জ করছিলেন। দায়িত্বপালনের জায়গা থেকে সেই লাঠিচার্জের ছবি তোলায় পুলিশ সদস্যরা ক্ষিপ্ত হয়ে আমাকে বেধরক লাঠিপেটা করে গুরুত্বর আহত করে। এরপর পরই আমি অসুস্থ্য অবস্থায় স্টোক করা সত্বেও অর্থাভাবে সঠিক চিকিৎসা করাতে পারিনি।

আহত সাংবাদিক শামীম আহমেদের মেয়ে সাহারা আহমেদ বলেন, আব্বু ছাড়া আমাদের আর রোজগার করার কেউ নেই। বর্তমানে তাকে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে। অর্থাভাবে তার উন্নত চিকিৎসা হচ্ছেনা। এ অবস্থায় আমরা সরকারের সাহায্য কামনা করছি।

বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু বলেন, জুলাই আন্দোলনে কর্ত্যবপালন করতে গিয়ে পুলিশের বেধরক লাঠিপেটায় আহত থেকে বর্তমানে পক্ষাঘাতগ্রস্ত সাংবাদিক শামীম আহমেদ ও তার পরিবার আজ খুবই অসহায় অবস্থায় রয়েছে।

অর্থাভাবে একদিকে যেমন শামীম আহমেদের উন্নত চিকিৎসা হচ্ছেনা, তেমনি তার পরিবারের অবস্থা আরও করুন। তাই তিনি (শামীম) যেন সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা পান সেই দাবি করছি।
 

নোভা

×