ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

মালয়েশিয়া শুধু অর্থনীতিই নয়, সংস্কৃতি-ঐতিহ্যেও অনন্য

এম. রাসেল রহমান, মালয়েশিয়া 

প্রকাশিত: ১৫:৩৪, ১৪ জুলাই ২০২৫

মালয়েশিয়া শুধু অর্থনীতিই নয়, সংস্কৃতি-ঐতিহ্যেও অনন্য

ছবি: দৈনিক জনকণ্ঠ।

দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত মালয়েশিয়া শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নেই নয় বরং তার বৈচিত্র্যময় ইতিহাস, ঐতিহ্য এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্যও বিশ্বজুড়ে পরিচিত। মালয়, চীনা, ভারতীয় এবং আদিবাসী জনগোষ্ঠীর সম্মিলনে গড়ে ওঠা মালয়েশিয়ার সমাজ কাঠামো এক অনন্য সাংস্কৃতিক মিশ্রণের প্রতিচ্ছবি।

মালয়েশিয়ার ইতিহাস বহু পুরোনো। সপ্তম শতকে শ্রীবিজয় সাম্রাজ্যের অংশ হিসেবে যাত্রা শুরু হলেও পরবর্তীতে মালাক্কা সুলতানাত হয়ে ওঠে এ অঞ্চলের প্রধান সামুদ্রিক শক্তি। ১৫১১ সালে পর্তুগিজরা মালাক্কা দখল করে এবং পরবর্তীতে ডাচ ও ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়। অবশেষে ১৯৫৭ সালে মালয়েশিয়া (তৎকালীন মালায়া) স্বাধীনতা লাভ করে এবং ১৯৬৩ সালে সারাওয়াক, সাবাহ এবং সিঙ্গাপুর নিয়ে গঠিত হয় মালয়েশিয়া (যদিও ১৯৬৫ সালে সিঙ্গাপুর আলাদা হয়ে যায়)।

মালয়েশিয়ার ঐতিহ্য মানেই নানান জাতিগোষ্ঠীর রীতিনীতি ও উৎসবের সম্মিলন। হারি রায়া ঈদুল ফিতরি, হারি রায়া হাজ্বী, চাইনিজ নিউ ইয়ার, দীপাবলি, গাওয়াই ডে ইত্যাদি উৎসব একসঙ্গে পালন হয় দেশজুড়ে। বাটিক এবং সোংকেত পোশাক মালয় ঐতিহ্যের পরিচয় বহন করে।

মালয়েশিয়ার সংস্কৃতিতে গান, নৃত্য, থিয়েটার এবং ঐতিহ্যবাহী হস্তশিল্প বিশাল ভূমিকা রাখে। ওয়ায়াং কুলিত (ছায়া পুতুলের নাটক), মাক ইয়ং (সাংস্কৃতিক নাট্যধারা), এবং জগেট, জাপিন ইত্যাদি নৃত্যশৈলী মালয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।

খাদ্যসংস্কৃতিতেও মালয়েশিয়া অনন্য। নাসি লেমাক, চার কুয়েই টিয়াও, রোটি চানাই, তেহ তারিক সহ নানা জাতিগোষ্ঠীর স্বাদ একত্রিত হয়ে গড়ে তুলেছে মালয়েশিয়ার বিশেষ খাদ্য পরিচয়।

পেনাং, মালাক্কা, সাবাহ ও সারাওয়াকের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থাপনাগুলো প্রতিনিয়ত দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করে। ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মালাক্কা ও জর্জ টাউন এর অন্যতম উদাহরণ।

মালয়েশিয়া শুধুই একটি দেশ নয়, এটি এক ঐতিহাসিক প্রবাহ, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং মিলেমিশে বেঁচে থাকার এক অনন্য দৃষ্টান্ত। বিশ্বায়নের এই যুগেও নিজেদের মূল শিকড় ধরে রেখে মালয়েশিয়া এগিয়ে চলেছে আধুনিকতার পথে।

মিরাজ খান

×