ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

মালয়েশিয়া সহ পাকিস্তান ও স্পেনকে হারিয়ে লা লিগার ফাইনালে বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ দল

আশরাফুল মামুন, কন্ট্রিবিউটিং রিপোর্টার, মালয়েশিয়া

প্রকাশিত: ১৫:১৮, ১৩ জুলাই ২০২৫; আপডেট: ১৫:১৯, ১৩ জুলাই ২০২৫

মালয়েশিয়া সহ পাকিস্তান ও স্পেনকে হারিয়ে লা লিগার ফাইনালে বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ দল

লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট মালয়েশিয়া ২০২৫-এ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশের জাফরানী স্পোর্টিং ক্লাবের অনূর্ধ্ব-১৬ ফুটবল দল।

মালয়েশিয়ার কুয়ালালামপুরের ইউপিএম বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য LALIGA Youth Tournament 2025-এ মালয়েশিয়ার লেস্টারি জুনিয়র এফসি-কে ৩-০, মালয়েশিয়ার কুলাই ইনটেলেক এফসি-কে ৬-০ গোলে হারিয়েছে। এছাড়া জুনিয়র এফএ-র সঙ্গে ১-১ ড্র এবং ইন্টারন্যাশনাল স্কুল অব লাহোর, পাকিস্তানের সঙ্গে ওয়াকওভার পেয়ে গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের জাফরানী স্পোর্টিং ক্লাব।

আজ রবিবার স্থানীয় সময় সকাল ৯টায় স্পেনকে কোয়ার্টার ফাইনালে ৪-০ গোলে হারিয়ে সরাসরি সেমিফাইনালে খেলে জেস এফসি মালয়েশিয়াকে হারিয়ে ফাইনালে খেলবে বাংলাদেশের জাফরানী স্পোর্টিং ক্লাবের অনূর্ধ্ব-১৬ দল। আজ বিকেল ৪টায় ইউনিভার্সিটি পুত্রা স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।

দলের কোচ উজ্জ্বল চক্রবর্তী বলেন, প্রথমবারের মতো অংশগ্রহণ করে LALIGA Youth Tournament-এর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আমরা গর্বিত। এবং বিশ্বের ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নাম ও পতাকা তুলে ধরল জাফরানী স্পোর্টিং ক্লাব ও হ্যালো সুপারস্টারস।

বাংলাদেশের নাম আন্তর্জাতিক পর্যায়ে উজ্জ্বল করার পেছনে যিনি ভূমিকা রেখেছেন তিনি হলেন ভার্সেটিলো গ্রুপের চেয়ারম্যান, হ্যালো সুপারস্টারস-এর আবিষ্কারক ও জাফরানী স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ড. কামরুল আহসান।

টুর্নামেন্টে বিদেশের মাটিতে বাংলাদেশের ছেলেদের এই অব্যাহত সাফল্যে প্রবাসী বাংলাদেশিরাও উচ্ছ্বসিত এবং তারা মাঠে উপস্থিত।

সানজানা

×