
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এবং জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের পুত্র আব্দুল্লাহিল আমান আযমী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে দাবি করেছেন, তার পিতার বিরুদ্ধে প্রচলিত বহু অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি লেখেন, "আমার বাবাকে নিয়ে যারা মিথ্যাচার করেন, তারা আদালতের রায়কে মান্য করেন না। তারা বরং অন্ধভাবে প্রচারিত মিথ্যা ও প্রপাগান্ডার ওপর বেশি আস্থা রাখেন।"
তিনি আরও দাবি করেন, “১৯৯২ থেকে ১৯৯৪ সালের মধ্যে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে দেওয়া রায়ে গোলাম আযমের বিরুদ্ধে আনা সব অভিযোগ খারিজ হয়ে যায় এবং সেগুলোকে ‘মিথ্যা’ আখ্যা দেওয়া হয়। এছাড়া, ২০১২-১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে রায় দেওয়া হয়, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন এবং দাবি করেন, ট্রাইব্যুনালের তৎকালীন চেয়ারম্যান প্রকাশ্য আদালতে বলেছিলেন যে, রাষ্ট্রপক্ষ গোলাম আযমের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।”
তার বক্তব্যে আরও বলা হয়, “যারা এখনও মিথ্যাচার করে যাচ্ছেন, তাদের হেদায়েতের জন্য আমি দোয়া করি। আর যতদিন তারা সে পথে না আসেন, ততদিন সান্ত্বনা এই যে, তারা নিজের অজান্তেই আমার বাবার জন্য জান্নাতের পথ নিশ্চিত করছেন এবং নিজেদের জন্য পরিণতির পথে এগিয়ে যাচ্ছেন।”
মারিয়া