
রামবানে পানি ছাড়ার জন্য খুলে দেওয়া হয়েছে বাগলিহার বাঁধের গেটগুলো
পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতের পর এবার জম্মু-কাশ্মীরের চেনাব নদীর ওপর বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে ভারত। এরই মধ্যে বিভিন্ন ব্যাংক ও দাতা গোষ্ঠীর কাছে তিন হাজার কোটি রুপি ঋণ খুঁজছে মোদি সরকার। ভারতের এমন পরিকল্পনার নিন্দা ও উদ্বেগ জানিয়েছে পাকিস্তান। খবর এনডিটিভির। পাকিস্তান-ভারতের মধ্যে ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তির আওতায় তিনটি নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রিত হয়ে আসছিল।
কিন্তু এপ্রিলের শেষদিকে কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর নয়াদিল্লি একতরফাভাবে চুক্তি স্থগিত করে। সিন্ধু পানিচুক্তি নিয়ে পাকিস্তানের সঙ্গে মতবিরোধের মধ্যেই এবার জম্মু–কাশ্মীরের চেনাব নদীর ওপর বাঁধ নির্মাণ করতে চায় ভারত। চেনাব নদীর ওপর নতুন গ্রিনফিল্ড বাঁধ নির্মাণে ৩ হাজার কোটি রুপি ঋণ নিতে চাইছে ভারত। গণমাধ্যমের খবর, বিভিন্ন ব্যাংক ও আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর কাছে এরইমধ্যে ঋণের বিষয়ে খোঁজখবর করা হচ্ছে।
ভারত সরকার চাইছে ২০২৭ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করতে। তবে এই বাঁধ নির্মাণ হলে বিপাকে পড়বে পাকিস্তান। বাঁধের কারণে দেশটিতে পানিপ্রবাহ আরও কমে যেতে পারে বলে মনে করছেন অনেকে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান সম্মেলনে আঞ্চলিক শান্তি ও সহাবস্থান বজায় রাখতে পাকিস্তান সব পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।
প্যানেল হু