
ছবি: জনকণ্ঠ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে জামালপুরের ইসলামপুর কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) বিকালে উপজেলার পার্থশী ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। পার্থশী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম সম্রাটের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু।
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুল নবাব। এছাড়াও উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান খান শাহিন, একেএম শহিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি আলহাজ রেজাউল করিম ঢালী সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল, মহিলা দলের সভাপতি নাহিদা খানম সুলেখা, সাধারণ সম্পাদক মাহমুদা নবাবসহ উপজেলা বিএনপি, ছাত্রদল,যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
শহীদ