ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

কুয়েতে ফ্রেন্ডস স্টার ফুটবল ক্লাবের নতুন কমিটির অভিষেক

বিলাল উদ্দিন, কন্ট্রিবিউটিং রিপোর্টার, কুয়েত

প্রকাশিত: ১০:১৬, ১১ জুলাই ২০২৫

কুয়েতে ফ্রেন্ডস স্টার ফুটবল ক্লাবের নতুন কমিটির অভিষেক

ছবি: জনকণ্ঠ

কুয়েতে ফ্রেন্ডস স্টার ফুটবল ক্লাবের নতুন কমিটির অভিষেক ও জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে এক জমকালো আয়োজনের মাধ্যমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি অনিক আহমদ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনিক সম্পাদক ওয়াসিম সানি এবং যুগ্ম সাধারণ সম্পাদক আলা উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোরশেদ আলম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী ফরিদ উদ্দিন, কুয়েত ফুটবল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা নাসির উদ্দিন খোকন, চান মিয়া হাসান, সাধারণ সম্পাদক কোরবান আলী, সহ-সভাপতি তারেক হাসান, এবং সংগঠনিক সম্পাদক সোহেল রানা। এ ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে শত ব্যস্ততার মাঝেও খেলাধুলা মানুষের মন-মানসিকতা ভালো রাখে এবং বিভিন্ন অসামাজিক কাজ থেকে প্রবাসীরা দূরে থাকে। খেলাধুলা শরীর ও মনকে চাঙা রাখে এবং কর্মে উৎসাহ ও অনুপ্রেরণা যোগায়। প্রবাসে এমন আয়োজন নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। এই ধরনের কর্মকাণ্ডে একে অন্যের সহযোগিতা একান্ত কাম্য।

অনুষ্ঠানে ফ্রেন্ডস স্টার ফুটবল ক্লাব কুয়েতের নতুন জার্সি উন্মোচন করা হয়। খেলোয়াড়, কোচ এবং ক্লাবের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের উপস্থিতিতে এই জার্সি উন্মোচন অনুষ্ঠানটি বিশেষভাবে আকর্ষণীয় হয়ে ওঠে। নতুন জার্সি সকল খেলোয়াড়দের জন্য উন্মুক্ত করা হয়।

মুমু ২

×