ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

কাতারে বাংলাদেশ দূতাবাসের সতর্কীকরণ বিজ্ঞপ্তি: প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান

রমজান আলী জিসান, কন্ট্রিবিউটিং রিপোর্টার, কাতার

প্রকাশিত: ০০:২৬, ১০ জুলাই ২০২৫; আপডেট: ০০:২৭, ১০ জুলাই ২০২৫

কাতারে বাংলাদেশ দূতাবাসের সতর্কীকরণ বিজ্ঞপ্তি: প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান

ছবি: সংগৃহীত

কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, দোহা। সম্প্রতি কিছু প্রতারক ব্যক্তি নিজেদের দূতাবাসের কর্মকর্তা/কর্মচারী কিংবা ব্যাংক প্রতিনিধির পরিচয় দিয়ে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করছে। হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে তারা ব্যক্তিগত তথ্য সংগ্রহের অপচেষ্টা করছে বলে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়:

“প্রথমত, দূতাবাস হতে কোনো ব্যক্তিকে ফোন কলের মাধ্যমে কোনো তথ্য চাওয়া হয় না। বিশেষ প্রয়োজনে দূতাবাসের নির্ধারিত নম্বর থেকেই কল করা হবে এবং তা-ও হবে পূর্বনির্ধারিত যোগাযোগের ভিত্তিতে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,
কোনো ব্যক্তি যদি ব্যাংক কর্মকর্তা বা প্রতিনিধির পরিচয়ে প্রবাসীদের কাছ থেকে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান, তাহলে তা সন্দেহজনক বলেই বিবেচিত হবে এবং অনতিবিলম্বে দূতাবাসকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

এই ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে প্রবাসীদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যেন তারা সরাসরি সংশ্লিষ্ট ব্যাংক বা সরকারি দপ্তরের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।

বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এই বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে এবং অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

শেখ ফরিদ 

×