ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিলো ওমান সরকার

প্রকাশিত: ০৫:১৪, ৯ জুলাই ২০২৫

অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিলো ওমান সরকার

ছবি: সংগৃহীত

 ওমানে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এই উদ্যোগের ফলে অনেকদিন ধরে অবৈধভাবে থাকা প্রবাসীরা আবারও বৈধতা পাওয়ার সুযোগ পাবেন। ঘোষণাটি চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। এতে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও উদ্দীপনা।

মধ্যপ্রাচ্যের দেশ ওমান বহু বাংলাদেশির জন্য কর্মসংস্থানের একটি জনপ্রিয় গন্তব্য। বৈধ উপায়ে যারা দেশটিতে অবস্থান করছেন, তারা নিয়মিতভাবে অর্থ উপার্জন করছেন এবং পরিবারকে সাহায্য করছেন। তবে কিছু প্রবাসী নানা কারণে বৈধতা হারিয়ে অবৈধভাবে বসবাস করছিলেন। এবার তাদের জন্য খুলে গেল পুনরায় বৈধ হওয়ার দরজা।

সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো তথ্যে জানা যায়, বহু বছর ধরে যারা ব্লকলিস্টে ছিলেন, তাদের জন্যও পুনরায় ভিসা নবায়নের সুযোগ মিলবে এই সাধারণ ক্ষমা কার্যক্রমে। কেউ কেউ আছেন ১০ থেকে ১৮ বছর ধরে বৈধ কাগজপত্রের অভাবে সমস্যায় ভুগছিলেন। এখন তারা আবারও নতুন করে সুযোগ পাচ্ছেন।

ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তারা এ ব্যাপারে প্রবাসীদের সহায়তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। পাসপোর্ট নবায়ন প্রক্রিয়া দ্রুত ও সহজ করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা জানান, "যারা সাধারণ ক্ষমার আওতায় পড়েন, তাদের জন্য আলাদা সেবা চালু করা হয়েছে যাতে করে তারা সহজে পাসপোর্ট নবায়ন করে বৈধতা ফিরে পেতে পারেন।"

বর্তমানে ওমানে ৮ লাখেরও বেশি বাংলাদেশি বসবাস করছেন। এবারকার এই সাধারণ ক্ষমা প্রক্রিয়ায় যদি সবাই সঠিকভাবে অংশগ্রহণ করেন, তাহলে বহু বাংলাদেশি প্রবাসী একটি নতুন সুযোগের দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন।

 
শেখ ফরিদ

×