ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

অ্যারিজোনায় বিরল প্লেগে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৩, ১২ জুলাই ২০২৫; আপডেট: ০৯:৩৪, ১২ জুলাই ২০২৫

অ্যারিজোনায় বিরল প্লেগে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে প্লেগে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, এমন খবর নিশ্চিত করেছে কোকোনিনো কাউন্টি প্রশাসন। ‘প্লেগ’ বা যেরসিনিয়া পেস্টিস ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ সাধারণত বিরল হলেও, এটি মারাত্মক প্রাণঘাতী রোগ।

সংশ্লিষ্ট ব্যক্তি প্লেগের সবচেয়ে বিপজ্জনক ধরন ‘প্লুমোনিক প্লেগ’-এ আক্রান্ত ছিলেন, যা ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং দ্রুত ছড়ায়। কোকোনিনো কাউন্টিতে ২০০৭ সালের পর এটিই প্রথম মৃত্যুর ঘটনা, যেখানে কোনো ব্যক্তি মৃত বন্যপ্রাণীর সংস্পর্শে এসে প্লেগে আক্রান্ত হয়ে মারা যান।

প্লেগ একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ যা তিনটি ধরনে দেখা যায়—বিউবোনিক, প্লুমোনিক ও সেপটিসেমিক। এর মধ্যে প্লুমোনিক প্লেগ সবচেয়ে ভয়ংকর, কারণ এটি বাতাসের মাধ্যমে একজনের থেকে আরেকজনে ছড়াতে পারে।

CDC (Centers for Disease Control and Prevention) জানায়, যুক্তরাষ্ট্রে প্রতি বছর গড়ে মাত্র ৭টি প্লেগ আক্রান্ত রোগী পাওয়া যায়। এটি মানুষের মধ্যে খুবই বিরল, তবে প্রাণঘাতী।

কোকোনিনো কাউন্টির চেয়ারম্যান প্যাট্রিস হরস্টম্যান এক বিবৃতিতে বলেন, “আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই কঠিন সময়ে আমরা তাদের পাশে আছি। পরিবারের গোপনীয়তার স্বার্থে মৃত্যুর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না।”

সাম্প্রতিক সময়ে টাউনসেন্ড-উইনোনা এলাকায় কিছু প্রেইরি ডগ (এক ধরনের গর্তে বসবাসকারী প্রাণী) রহস্যজনকভাবে মারা গেছে। তবে স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এই মৃত্যুর ঘটনার সঙ্গে বর্তমান প্লেগ সংক্রমণের কোনো যোগসূত্র নেই।

স্বাস্থ্য বিভাগ থেকে সাধারণ জনগণকে সতর্ক থাকতে এবং কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ অনুসরণের আহ্বান জানানো হয়েছে:

  • বন্য প্রাণী এবং মৃত পশুর সংস্পর্শ এড়িয়ে চলুন
  • পোষা প্রাণী অসুস্থ হলে দ্রুত ভেটেরিনারি সহায়তা নিন
  • প্রেইরি ডগ বা ইঁদুর জাতীয় প্রাণীর মৃত্যুর ঘটনা রিপোর্ট করুন
  • প্লেগ বহনকারী ফ্লি (এক ধরনের পোকা) থেকে সাবধান থাকুন
  • বাড়ির আশপাশে ইঁদুর বা গর্ত তৈরি হলে ব্যবস্থা নিন
  • বিশেষ করে বিড়াল প্লেগে অতিমাত্রায় সংবেদনশীল, তাদের দিকে খেয়াল রাখুন

মুমু ২

×