ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

কুয়েত বাংলাদেশ দূতাবাস শ্রমিকদের জন্য দিলো নতুন সুখবর 

বিলাল উদ্দিন, কন্ট্রিবিউটিং রিপোর্টার, কুয়েত

প্রকাশিত: ০১:২২, ১০ জুলাই ২০২৫

কুয়েত বাংলাদেশ দূতাবাস শ্রমিকদের জন্য দিলো নতুন সুখবর 

ছবি: দৈনিক জনকণ্ঠ।

মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েতে। দীর্ঘ দিন যাবত বেতন বৈষম্যের শিকার বাংলাদেশি শ্রমিকরা। শ্রমিকরা যুগের পর যুগ বেতন বৃদ্ধির জন্য বিভিন্ন ভাবে আন্দোলন সংগ্রাম করে তাদের ন্যায় সঙ্গত দাবি জানিয়ে আসছে। শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনের দায়ে অসংখ্য প্রবাসী বাংলাদেশি শ্রমিক হামলা,মামলা,গ্রেফতারের শিকার হয়ে ছিলেন। অনেককে পাসপোর্ট বিহীন দেশে পাঠিয়ে দেয়া হয়েছে। অবশেষে কুয়েতসহ বাংলাদেশ দূতাবাস ১ আগস্ট থেকে সর্বনিম্ন ৯০ দিনারের নিচে কোন ভিসা সত্যায়িত করবে না কুয়েত দূতাবাস। 

বাংলাদেশ দূতাবাস কুয়েত এর অফিসিয়াল ফেসবুক পেইজে শ্রম মিনিস্টার মোঃ আবুল হোসেন স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি উল্লেখ করা হয় কুয়েতে নতুন ভিসা  বাংলাদেশি কর্মীদের নিয়োগ জন্য অদক্ষ  শ্রমিকদের ক্ষেত্রে নিম্নতম বেতন ৯০ দিনার নির্ধারিত করা হয়েছে। কর্মীরার যোগ্যতা ও দক্ষতা অনুসারে নিয়োগকর্তা মাসিক বেতন প্রদান করবেন। বাংলাদেশি কর্মী নিয়োগের নতুন ভিসা সত্যায়নের ক্ষেত্রে ওয়ার্ক পারমিটেড বেতন উল্লেখ করতে হবে। নতুন ভিসা বেতন উল্লেখ না থাকলে দূতাবাস ভিসা সত্যায়িত করবে না 

এতে উল্লেখ করা হয় যে, ১ আগস্ট থেকে কুয়েতে নতুন ভিসা "খাদেম গৃহকর্মী ভিসা" মাসিক বেতন ন্যূনতম ১২০ দিনার এবং বাসা সেফ বা ড্রাইভার ন্যূনতম বেতন ১২০ দিনার বাধ্যতামূলক।

এছাড়াও ভিসা ১৮ নাম্বার বেসরকারি চুক্তি আকুদ আহলি, অদক্ষ  সাধারণ শ্রমিক, কৃষি, পরিচ্ছন্ন ও প্রহরী দৈনিক আট ঘণ্টা কাজ ন্যূনতম বেতন ১২০  দিনার। এবং দক্ষ শ্রমিক বিভিন্ন ক্যাটাগরিতে সর্বনিম্ন বেতন ১৫০  দিনার ।  

ভিসা ১৮ সরকারি চুক্তি আকুদ হুকুমি অদক্ষ শ্রমিক দৈনিক আট ঘণ্টা কাজ ন্যূনতম বেতন ৯০ দিনার কৃষি পরিচ্ছন্ন ও সাধারণ কর্মী। ড্রাইভার আট ঘণ্টা ১২০ দিনার। এছাড়া কোম্পানি বাসস্থান ও ট্রান্সপোর্ট বাধ্যতামূলক।

মিরাজ খান

×