ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ফিটনেস অ্যাপের মাধ্যমে রাজপরিবারের গন্তব্য ফাঁস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:০৮, ১৪ জুলাই ২০২৫

ফিটনেস অ্যাপের মাধ্যমে রাজপরিবারের গন্তব্য ফাঁস

ছবি: সংগৃহীত

সুইডেনের রাজপরিবার ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত গন্তব্য ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য অজান্তেই ফাঁস হয়ে গেছে, তাও একটি ফিটনেস অ্যাপের মাধ্যমে! সুইডিশ দৈনিক Dagens Nyheter জানায়, দেশটির নিরাপত্তা সংস্থা সেকেরহেটস্‌পোলিসেন (সাপো)-এর সাতজন বডিগার্ড স্ট্রাভা নামক ফিটনেস অ্যাপে তাদের দৌড় ও সাইক্লিং রুট শেয়ার করছিলেন। এতে দেখা গেছে রাজা-রানীর ছুটি কাটানোর স্থানসহ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রুটিন পর্যন্ত।

তথ্য অনুযায়ী, ফাঁস হওয়া জায়গাগুলোর মধ্যে রয়েছে সিশেলসের একান্ত দ্বীপ, সুইডেনের স্টরলিয়েন পর্বত গ্রাম এবং সম্প্রতি ফরাসি রিভিয়েরার এক বিলাসবহুল ভিলা।

স্ট্রাভা-তে যুক্ত আরও তথ্যের ভিত্তিতে অন্তত ৩৫ বার সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের দৌড়ানোর রুট, বিদেশ ভ্রমণ এবং ব্যক্তিগত ঠিকানা প্রকাশ পেয়েছে। এছাড়াও যুক্ত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ম্যাগডালেনা আন্দারসন ও সুইডেন ডেমোক্র্যাট পার্টির নেতা জিমি অকেসন।

সাপো বলেছে, “আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি এবং এখন খতিয়ে দেখছি এর ফলে কী কী প্রভাব পড়তে পারে। রাজনৈতিভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একাধিক স্তরের নিরাপত্তায় থাকেন এবং ব্যক্তিগত নিরাপত্তা তার একটি মাত্র অংশ।”

প্রতিষ্ঠানটি জানায়, ভবিষ্যতে এমন যেন না হয় সে লক্ষ্যে এখন কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সুইডেনের রাজপ্রাসাদ নিরাপত্তাজনিত নীতির কারণে এ নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি। তবে স্ট্রাভার মুখপাত্র জানিয়েছে, এটি কোনো হ্যাক বা ডেটা লিক নয়। ব্যবহারকারীরা নিজেরাই তাদের অ্যাক্টিভিটি পাবলিক বা প্রাইভেট করতে পারেন, এবং বিশেষ পেশাজীবীদের ক্ষেত্রে প্রাইভেসি সেটিংস ব্যবহারের অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।

স্ট্রাভার মাধ্যমে এর আগেও এমন ঝুঁকি দেখা গেছে। ২০১৭ সালে স্ট্রাভার হিটম্যাপে সিরিয়া, আফগানিস্তান ও যুক্তরাজ্যে মার্কিন সেনাঘাঁটির অবস্থান প্রকাশ পায়। ২০২২ সালে, ইসরায়েলের সামরিক ঘাঁটিতে কর্মরতদের ট্র্যাক করাও সম্ভব হয়েছিল। ২০২৪ সালে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চলাচলের তথ্যও Le Monde-এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছিল।

মুমু ২

×