ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

জনকণ্ঠের ভূয়সী প্রশংসা 

মিশিগানে সিলেটের বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতির বনভোজনে প্রবাসীর ঢল

রফিকুল হাসান চৌধুরী তুহিন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে

প্রকাশিত: ১৩:১৪, ১৪ জুলাই ২০২৫

মিশিগানে সিলেটের বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতির বনভোজনে প্রবাসীর ঢল

মিশিগানে সিলেটের বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতির বনভোজনে প্রবাসীর ঢল

অত্যন্ত আনন্দ আয়োজনের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে সিলেটের বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতি ইনক,মিশিগানের বার্ষিক বনভোজন-২০২৫ইং অনুষ্ঠিত হলো।

রবিবার (৭/১৩/২০২৫) দিনব্যাপী মিশিগান রাজ্যের ওয়ারেন সিটিস্থ হলমিছ পার্কে অনুষ্ঠিত ওই বনভোজনে বিয়ানীবাজার ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে মিশিগানে বসবাসরত প্রবাসী শত শত নারী-পুরুষ,শিশুরা অংশ নেন। এসময় নানান বয়সী শিশু-কিশোর,মধ্য ও বৃদ্ধ বয়সী নারী-পুরুষের জন্য উন্মুক্ত দৌড়-বস্তা,বালিশ-ফুটবল খেলা সহ লটারী ড্র অনুষ্ঠিত হয়।

এতে বিজয়ীরা বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জিতে উচ্ছ্বাসে মেতে উঠে। শুধু তাই নয়, এসময় বাংলাদেশী-আমেরিকা,ইয়েমেনী সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও মিশিগানে আসন্ন বিভিন্ন সিটি কাউন্সিল প্রাইমারী নির্বাচনে বাংলাদেশী মুহিত মাহমুদ,কাউন্সিলম্যান প্রার্থী আবু মুসা,নাঈম লিয়ন চৌধুরী সহ অনেকেই ভোট প্রার্থনা করে বক্তব্য  তুলে ধরেন। 

এদিকে মিশিগানের সবকটি বাংলাদেশী সংগঠন গুলোর মধ্যে অন্যতম বিয়ানীবাজার সমাজকল্যাণ সমিতির এমন প্রাণবন্ত মিলনমেলায় আসা হাজারো প্রবাসী ভূড়িভোজে অংশ নেন।
অনুষ্ঠানে প্রবাসীদের পাশে থাকায় জনকণ্ঠ কর্তৃপক্ষ ও জনকণ্ঠের যুক্তরাষ্ট্র প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিনের ভূয়সী প্রশংসা করা হয়। 

তাসমিম

×