ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

‘আমরাই জিতেছি’-ইসরায়েল তাদের উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে: ইরান

প্রকাশিত: ১০:০২, ১৪ জুলাই ২০২৫

‘আমরাই জিতেছি’-ইসরায়েল তাদের উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে: ইরান

ইরান

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী (আইন ও আন্তর্জাতিক বিষয়ক) কাজেম ঘারিবাবাদি বলেন, ইরানের শাসনব্যবস্থা টিকিয়ে রাখতে সক্ষম হওয়াটাই প্রকৃত জয়। তাঁর ভাষায়, শুধু পরমাণু স্থাপনাগুলো নয়, ইসরায়েলের লক্ষ্য ছিল গোটা ইরানি রাষ্ট্রব্যবস্থাকে ভেঙে দেওয়া।

গতকাল রবিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী (আইন ও আন্তর্জাতিক বিষয়ক) কাজেম ঘারিবাবাদি বলেন, ‘সিয়োনিস্টদের লক্ষ্য শুধু পরমাণু কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তারা একটি বৃহত্তর কৌশলগত লক্ষ্য নিয়েই এগিয়েছিল—সরকার পরিবর্তন এবং গোটা শাসন কাঠামো ভেঙে ফেলা।’

তিনি বলেন, যুদ্ধে কে জয়ী আর কে পরাজিত, তা বোঝার জন্য শুধু ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের সংখ্যা নয়, বরং দেখতে হবে যে তাদের কৌশলগত লক্ষ্য পূরণ হয়েছে কী না।

ঘারিবাবাদির ভাষায়, ‘যদি আমরা এই দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখি—যে শাসনব্যবস্থা ভেঙে ফেলা ছিল সিয়োনিস্টদের প্রধান লক্ষ্য—তাহলে বোঝা যাবে কে জিতেছে, কে হেরেছে। শুধু লোক মারা গেছে, বিল্ডিং ধ্বংস হয়েছে, তা দিয়ে নয়। প্রশ্ন হচ্ছে—কে তাদের মূল লক্ষ্য ছুঁতে পেরেছে?’

তিনি সাফ জানান, ইসরায়েল তাদের উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে।


 

তাসমিম

×