ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

আজকের রাশিফলে আপনার জন্য কী আছে জেনে নিন

প্রকাশিত: ১৮:১১, ১৪ জুলাই ২০২৫; আপডেট: ১৮:১৭, ১৪ জুলাই ২০২৫

আজকের রাশিফলে আপনার জন্য কী আছে জেনে নিন

রাশিফল

আজকের রাশিফলে জেনে নিন আপনার দিনটা কেমন যাবে, চলুন, দেখে নেওয়া যাক আজকের আকাশের গ্রহ-নক্ষত্ররা কি বলতে চাচ্ছে আপনাকে।

মেষ 

বিদেশযাত্রার আলোচনা উঠে আসতে পারে আজকে। তবে অতিরিক্ত ক্রোধে বা রাগে আপনার কাজে বাধা আসতে পারে। উচ্চশিক্ষার পরিকল্পনা আজ ভালোভাবেই এগোবে। আজকের দিনে প্রশাসনিক দায়িত্ব এড়িয়ে চলাই ভালো। 

বৃষ

এ রাশির অভিনেতারা আজ বিশেষ সুযোগ পাবেন। প্রেমে হঠাৎ সিদ্ধান্ত না নিয়ে ভেবেচিন্তে আগাবেন। শেয়ারবাজারে লাভের সম্ভাবনা আছে, তবে সতর্ক থাকুন। কর্মপ্রতিষ্ঠানে দক্ষতা দিয়ে সুনাম লাভ করবেন। সংসারে সম্পত্তি-সম্পর্কিত অস্থিরতা দেখা দিতে পারে। 

মিথুন 

সারাদিন কোনো না কোনো ভয় ভয় ভাব আপনার মনকে অস্থির করবে। স্ত্রীর সুবাদে বিশেষ কোনো কাজের সুযোগ আসতে পারে। দুস্থ কারো পাশে দাঁড়াতে হতে পারে। শারীরিক সমস্যা সক্রিয় হবে। গৃহনির্মাণের কাজে বাধা আসতে পারে। 

কর্কট 

বেকারদের নতুন উদ্যোগ নিতে উৎসাহ বাড়বে। মাতৃস্থানীয় কারো সঙ্গে মতপার্থক্য দেখা দেবে। সংগীতচর্চায় নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। পরিশ্রমের ফল মিলবে, প্রতিবেশীর মাধ্যমে ব্যবসায় সহায়তা পাবেন। কোনো প্ররোচনায় পড়ে হঠাৎ কোনো কাজ শুরু না করাই ভালো। 

সিংহ 

মানসিক অস্থিরতা বাড়তে পারে। কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। বন্ধুদের মাধ্যমে ক্ষতি হতে পারে, ব্যবসায় দুশ্চিন্তা বাড়বে। অন্যের প্রতি আচরণে যত্নবান থাকুন। 

কন্যা 

অন্যকে সুখী করতে গিয়ে নিজের স্বার্থ ত্যাগ করতে হতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পাবেন। প্রতিযোগিতায় জয় সম্ভব, তবে ভুল বুঝে মিথ্যা আশ্রয় না নেবেন। দাম্পত্যে কিছুটা দুরত্ব থাকবে, কোনো সমস্যা থাকলে আলোচনা করে দ্রুত সমাধান করুন। 

তুলা 

নামকরা কাউকে জানার মাধ্যমে আপনি লাভবান হতে পারেন। ধর্মীয় আলোচনায় সুনাম বাড়বে। আবেগে অতিরিক্ত ঝুঁকি নিতে যাবেন না, না হয় ক্ষতি হতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা দ্রুত কাটবে। 

বৃশ্চিক 

আজকের দিনে আপনার সম্মান নিয়ে উদ্বেগ থাকতে পারে। কর্মস্থলের দায়িত্বেও ঝামেলা আসতে পারে। শারীরিক অসুস্থতায় অর্থ ব্যয় বাড়বে। পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসবে। তবে প্রেমের যেকোনো সমস্যা থেকে আজ থেকে মুক্তি পাবেন। 

ধনু 

সঞ্চয় করার প্রবণতা বাড়বে। কথা বলার ক্ষেত্রে সতর্ক হোন। সন্তান নিয়ে সংসারে কলহ হতে পারে। আইনি জটিলতায় পড়ার সম্ভাবনা রয়েছে। নিজ প্রতিভার বিকাশ হবে, সেক্ষেত্রে মনযোগ দিন। 

মকর 

ব্যবসায় আজ তেমন লাভ নেই, অর্থক্ষতির আশঙ্কা আছে। তবে ছাত্রছাত্রীরা আজ নিজের বহুমুখ প্রতিভা দেখাবেন। নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে, তবে প্রয়োজনে কারও সঙ্গে কথা বলেন। 

কুম্ভ

চাকরিতে দিনটি ভালো কাটবে, তবে সন্তান নিয়ে চিন্তায় থাকতে পারেন। প্রতিবেশীদের ক্ষেত্রে আজ সতর্ক থাকুন। ঋণের পরিমাণ বাড়তে পারে। ভালো ব্যবহার করুন, এতে আপনার জনপ্রিয়তা বাড়বে। সম্পত্তি রক্ষণাবেক্ষণে দাম্পত্য কলহ হতে পারে। 

মীন 

সকালে দাম্পত্য কলহের ফলে মন খারাপ থাকতে পারে। কোনো আধ্যাত্মিক কাজে যোগ দিতে হতে পারে। কর্মক্ষেত্রে কেউ ঠকাতে পারে, তবে সাংসারিক সমস্যা সমাধান হবে আজ। অতিরিক্ত বন্ধুত্ব ক্ষতির কারণ হতে পারে, সতর্ক থাকুন। 

তাসমিম

×