ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ফরিদপুরের সালথায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত সাত আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

প্রকাশিত: ২০:৪৭, ১৪ জুলাই ২০২৫

ফরিদপুরের সালথায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত সাত আসামি গ্রেপ্তার

ছবি: জনকণ্ঠ

ফরিদপুরের সালথা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত সাতজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। সোমবার (১৪ জুলাই) তাদের আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—নুরুল ইসলাম, ইকরাম মোল্যা, রাসেল মীর, নাঈম শেখ, মো. কবির ওরফে যুবরাজ, সুজন মন্ডল ও কাওছার মন্ডল। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে নুরুল ইসলামের বিরুদ্ধে তিনটি এবং যুবরাজের বিরুদ্ধে দুটি জিআর ওয়ারেন্ট রয়েছে। বাকিদের বিরুদ্ধেও একটি করে মামলা রয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “সালথা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট সাতজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে নিয়মিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।”

স্থানীয়ভাবে এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। পুলিশের এমন ধারাবাহিক অভিযান এলাকায় অপরাধ দমনে ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

Mily

×