
ছবি: জনকণ্ঠ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী উত্তর রানীগাঁও (দমদমা) গ্রামে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটির দৈঘ্য অন্তত ৮ ফুট, ওজন প্রায় ১২ কেজি।
সোমবার দুপুরে ওই গ্রামের মনোগিরি হাজংয়ের বাড়ির পুকুরপাড় থেকে সাপটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে মনোগিরি হাজংয়ের পুকুর পাড়ে অজগর সাপটি দেখতে পান প্রতিবেশী এক ব্যক্তি। পরে তিনি ভয় পেয়ে ডাক-চিৎকার শুরু করেন। স্থানীয় লোকজন কাছে এসে জাল ও লাঠিসহ বিভিন্ন কৌশলে অজগরটি আটক করেন। এরপর সাপটি উদ্ধার করে মনোগিরি হাজংয়ের বাড়ির সামনে এনে খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়। সাপটিকে এক নজর দেখতে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় জমিয়েছেন। স্থানীয়দের ধারণা খাবারের সন্ধানে ভারতের মেঘালয় পাহাড় থেকে অজগরটি লোকালয়ে চলে এসেছে।
খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাপটি সুস্থ আছে মনে হচ্ছে। কারণ এটিকে কোনো রকম আঘাত করা হয়নি। মনে হয়, সীমান্ত এলাকা হওয়ায় খাবারের সন্ধানে পাহাড় থেকে সাপটি লোকালয়ে প্রবেশ করেছে। বিষয়টি বন বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে। বন বিভাগের লোকজন আসলে সাপটি তাদের কাছে হস্তান্তর করা হবে।’ কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বন বিভাগের দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা মজনু প্রামাণিক বলেন, সাপটিকে সেখান থেকে এনে পাহাড়ে অবমুক্ত করে দেয়া হবে। লেঙ্গুরা বন বিটের লোকজনকে এ ব্যাপারে ব্যবস্থা নিয়ে বলা হয়েছে।
শহীদ