ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

মাসে ৩৫ থেকে ৬০ হাজার বেতন, বাড়ি থেকে কাজের সুযোগ! লার্নভল্টে নিয়োগ চলছে

প্রকাশিত: ১৭:৫৪, ১৪ জুলাই ২০২৫; আপডেট: ১৭:৫৪, ১৪ জুলাই ২০২৫

মাসে ৩৫ থেকে ৬০ হাজার বেতন, বাড়ি থেকে কাজের সুযোগ! লার্নভল্টে নিয়োগ চলছে

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষাগত প্রতিষ্ঠান লার্নভল্ট ১ জন অ্যাডমিশন অফিসার নিয়োগ দিচ্ছে। যেকোনো জায়গা থেকে, ঘরে বসেই এই পদে কাজ করার সুযোগ রয়েছে। আগ্রহীরা ২০ জুলাই ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিবরণ:

নিয়োগকৃত প্রার্থী মাসিক ৩৫,০০০ থেকে ৬০,০০০ টাকা বেতন পাবেন। কাজ হবে ফুল-টাইম, তবে সময়সূচি নমনীয়। সকাল ৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাজের সময় দেয়া হয়েছে (অস্ট্রেলিয়ার সময় অনুসারে)।

যোগ্যতা ও প্রয়োজনীয়তা:

  • স্নাতক বা অনার্স ডিগ্রি অথবা প্রশাসন/গ্রাহক সেবা ক্ষেত্রে প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা।

  • ইংরেজিতে ভালো লিখিত ও কথ্য যোগাযোগ দক্ষতা।

  • সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার ক্ষমতা ও নতুন বিষয় শিখতে আগ্রহ।

  • মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলে দক্ষতা।

  • স্থিতিশীল ইন্টারনেট সংযোগ ও কম্পিউটার থাকা আবশ্যক।

  • শিক্ষার্থী আবেদন বা শিক্ষা পরামর্শক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

দায়িত্বসমূহ:

  • শিক্ষার্থীদের ভর্তি আবেদন প্রক্রিয়া সঠিক ও দ্রুত সম্পন্ন করা।

  • ফোন, ইমেইল ও লাইভ চ্যাটের মাধ্যমে শিক্ষার্থী ও এজেন্টদের জিজ্ঞাসার উত্তর দেয়া।

  • ভর্তি সংক্রান্ত নথিপত্র যাচাই ও পর্যবেক্ষণ।

  • অভ্যন্তরীণ টিমের সাথে সমন্বয় করে প্রতিদিনের লক্ষ্য পূরণ।

  • নিয়মিত ফলোআপ করে দেরিতে জমা দেয়া নথি সংগ্রহ করা।

  • নির্দেশনা ও পদ্ধতি অনুসরণ করে দায়িত্ব পালন।

সুবিধাসমূহ:

  • বাড়ি থেকে কাজের সুযোগ।

  • নমনীয় কাজের সময়।

  • সপ্তাহে ২ দিন ছুটি।

  • প্রশিক্ষণ ও উন্নয়নের সুযোগ।

  • সুসংগঠিত কর্মপরিবেশ ও ক্যারিয়ার উন্নয়ন।

প্রতিষ্ঠান সম্পর্কে:

লার্নভল্ট অস্ট্রেলিয়ার একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান ফেডারেশন কলেজের অংশ, যেখানে বিভিন্ন পেশাগত কোর্স পরিচালিত হয়। প্রতিষ্ঠানটি মেলবোর্ন এবং লন্সটন শহরে ক্যাম্পাস রয়েছে এবং উচ্চমানের শিক্ষা প্রদান করে থাকে।

আবেদনের লিংক: https://jobs.bdjobs.com/jobdetails/?id=1382556&fcatId=-1&ln=1

আবির

আরো পড়ুন  

×