
ছবি: সংগৃহীত
মুকসুদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বাঁশবাড়িয়া ইউনিয়ন শাখার কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকালে মুকসুদপুর উপজেলার খাঞ্জাপুর খান এ খোদা প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বাঁশবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এ কর্মী সভার আয়োজন করে।
কর্মী সভায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোস্তফা গাজী, যুগ্ম আহবায়ক মোঃ শিপন মোল্লা, যুগ্ম আহবায়ক সাহিদুল ইসলাম মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবির আহমেদ মিজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
কর্মী সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাঈম শেখ এবং সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক ডালিম সরদার।
বক্তারা বলেন, সাংগঠনিক কর্মকান্ডকে আরো গতিশীল করে আগামী সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ১ থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি অনুরোধ করেন।
আবির