ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

ফ্রেশারদের জন্য সুবর্ণ সুযোগ! আগোরা লিমিটেডে অ্যাকাউন্টস ইন্টার্ন নিচ্ছে, আবেদনের শেষ সময় ১৮ জুলাই

প্রকাশিত: ১৯:১৯, ১৩ জুলাই ২০২৫; আপডেট: ১৯:১৯, ১৩ জুলাই ২০২৫

ফ্রেশারদের জন্য সুবর্ণ সুযোগ! আগোরা লিমিটেডে অ্যাকাউন্টস ইন্টার্ন নিচ্ছে, আবেদনের শেষ সময় ১৮ জুলাই

ছবি: সংগৃহীত

দেশের প্রথম সুপারশপ চেইন আগোরা লিমিটেড তাদের মহাখালী হেড অফিসে ‘ইন্টার্ন - অ্যাকাউন্টস’ পদে জনবল নিয়োগ দিচ্ছে। ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং-এ বিবিএ সম্পন্নকারী অথবা সদ্য স্নাতকদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।

নিয়োগপ্রাপ্তদের মূলত হিসাব বিভাগে অফিসিয়াল কাজের দায়িত্ব পালন করতে হবে। প্রার্থীদের এক্সেল ও কম্পিউটার পরিচালনায় ন্যূনতম দক্ষতা থাকতে হবে।

পদের সংখ্যা: ২ জন
কর্মস্থল: আগোরা হেড অফিস, মহাখালী, ঢাকা
বেতন: ৮,০০০ টাকা (মাসিক)
বয়স: কমপক্ষে ১৮ বছর
শিক্ষাগত যোগ্যতা: ফাইন্যান্স/অ্যাকাউন্টিং-এ বিবিএ
অভিজ্ঞতা: প্রয়োজন নেই, ফ্রেশ গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারবেন
আবেদনের শেষ তারিখ: ১৮ জুলাই ২০২৫

কেন আগোরা?
সনামধন্য প্রতিষ্ঠান আগোরা দেশের বাজার ব্যবস্থার উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী ও মানসম্পন্ন পণ্যে তাদের অবদান আন্তর্জাতিক মানের। যারা কর্পোরেট ক্যারিয়ার শুরু করতে চান, তাদের জন্য এটি একটি আদর্শ পদক্ষেপ হতে পারে।

আবেদন করুন: https://jobs.bdjobs.com/jobdetails/?id=1381444&ln=1&JobKeyword=intern

আবির

×