ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

৪ ক্যাম্পে দফায় দফায় হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি; অস্বীকার দিল্লির

প্রকাশিত: ০০:২৩, ১৪ জুলাই ২০২৫

৪ ক্যাম্পে দফায় দফায় হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি; অস্বীকার দিল্লির

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর স্বাধীনতা দাবিতে আন্দোলনরত সশস্ত্র সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম (উলফা)-এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নয়া দিল্লি। দীর্ঘদিন ধরেই সংগঠনটিকে দমন করতে সক্রিয় ভারত সরকার সম্প্রতি আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে। এরই অংশ হিসেবে রোববার মিয়ানমারের পূর্বাঞ্চলে চালানো এক ড্রোন অভিযানে উলফার অন্তত চারটি ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

উলফার দাবি, ভারতের শতাধিক ড্রোন মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এতে হতাহত হয়েছে অনেক বিদ্রোহী সদস্য। ভারতীয় সেনাবাহিনীর অভিযানে নিহতদের মধ্যে উলফার সামরিক শাখার শীর্ষ নেতা লেফটেন্যান্ট জেনারেল নয়ন অসম রয়েছেন বলেও জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম।

এ হামলায় শুধু উলফাই নয়, মণিপুরের বিদ্রোহী সংগঠন পিপলস লিবারেশন আর্মি (PLA) এবং এর রাজনৈতিক শাখা রেভুলিউশনারি পিপলস ফ্রন্ট (RPF)-এরও কয়েকজন সদস্য হতাহত হয়েছে বলে জানা গেছে।

তবে ভারতের সেনাবাহিনী এসব অভিযোগ অস্বীকার করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে লেফটেন্যান্ট কর্নেল মাহেন্দ্র রাওয়াত এক বিবৃতিতে জানান, মিয়ানমারের এই অভিযানে ভারতীয় সেনাবাহিনীর কোনো সম্পৃক্ততা নেই। তিনি আরও বলেন, মিয়ানমারে অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে সশস্ত্র সংগঠনগুলোর মধ্যকার বিরোধ থেকে এ ধরনের হামলা হতে পারে।

উল্লেখ্য, আসামের বিদ্রোহী সংগঠন উলফা কয়েক দশক ধরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্য — যেগুলোকে "সেভেন সিস্টারস" বলা হয় — সেগুলোর স্বাধীনতার লক্ষ্যে সশস্ত্র আন্দোলন চালিয়ে যাচ্ছে। ১৯৯০ সালে ভারত সরকার উলফাকে একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে।

 

শেখ ফরিদ 

×