ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

আয়কর রিটার্ন ছাড়া সেবা নয়, ৩৯ কার্যক্রমে এনবিআরের কঠোর নির্দেশনা

প্রকাশিত: ০০:৫০, ১৪ জুলাই ২০২৫

আয়কর রিটার্ন ছাড়া সেবা নয়, ৩৯ কার্যক্রমে এনবিআরের কঠোর নির্দেশনা

ছবি: সংগৃহীত

 

চলতি ২০২৫–২৬ অর্থবছর থেকে দেশের ৩৯ ধরনের সরকারি ও বেসরকারি সেবা পেতে বাধ্যতামূলকভাবে বার্ষিক আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে। এই নির্দেশনা বাস্তবায়নে কোনো কর্মকর্তা-কর্মচারী গাফিলতি করলে তাঁদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর আগে কিছু নির্বাচিত সেবায় রিটার্ন জমা বাধ্যতামূলক থাকলেও, এবার এই তালিকা আরও বিস্তৃত করা হয়েছে। পাশাপাশি, ১৩টি সেবা তালিকা থেকে বাদও দেওয়া হয়েছে।

যেসব সেবায় রিটার্ন জমার প্রমাণ আবশ্যক:

১. ২০ লাখ টাকার বেশি ঋণ নিতে
২. কোনো কোম্পানির পরিচালক বা স্পনসর শেয়ারহোল্ডার হতে
৩. আমদানি-রপ্তানির নিবন্ধন নিতে বা নবায়নে
৪. সিটি করপোরেশনে ট্রেড লাইসেন্স নবায়নে
৫. সাধারণ বিমা সার্ভেয়ারের লাইসেন্স নবায়নে
৬. জমি বা ফ্ল্যাট বিক্রি, লিজ বা হস্তান্তরের সময়
৭. চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবীসহ পেশাজীবীদের সদস্যপদ নবায়নে
৮. বিবাহ নিবন্ধকের লাইসেন্স প্রাপ্তি বা নবায়নে
৯. বাণিজ্যিক সংগঠনের সদস্যপদ নবায়নে
১০. স্ট্যাম্প বা কোর্ট ফি বিক্রেতা বা দলিল লেখকের লাইসেন্স নবায়নে
১১. বিভিন্ন লাইসেন্স (ড্রাগ, ফায়ার, পরিবেশ, কাস্টমস ইত্যাদি) গ্রহণে
১২. গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগে
১৩. আবাসিক গ্যাস সংযোগ পেতে
১৪. বিদ্যুৎ সংযোগ পেতে
১৫. নৌযানের সার্ভে সার্টিফিকেট গ্রহণ ও নবায়নে
১৬. ইটভাটা পরিচালনার অনুমতিতে
১৭. ইংরেজি মাধ্যম স্কুলে শিশু ভর্তিতে
১৮. কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ নিতে
১৯. আগ্নেয়াস্ত্রের লাইসেন্সে
২০. আমদানির জন্য ঋণপত্র খোলায়
২১. ১০ লাখের বেশি টাকার মেয়াদি আমানত খোলায়
২২. ১০ লাখের বেশি টাকার সঞ্চয়পত্র কেনায়
২৩. জাতীয় ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে
২৪. প্রশাসনিক পদে কর্মরত ব্যক্তির বেতন তুলতে
২৫. দশম গ্রেড বা তদূর্ধ্ব সরকারি কর্মকর্তা হিসেবে বেতন নিতে
২৬. মোবাইল ব্যাংকিং বা ই-পেমেন্টে কমিশন প্রাপ্তিতে
২৭. অ্যাডভাইজরি, কনসালটেন্সি বা জনবল সরবরাহ বাবদ আয় গ্রহণে
২৮. বিমা এজেন্সি সার্টিফিকেট গ্রহণ ও নবায়নে
২৯. প্রাইভেট গাড়ি ছাড়া অন্য যানের রেজিস্ট্রেশন ও ফিটনেসে
৩০. এনজিও অনুদান ছাড়ে
৩১. ই-কমার্স ব্যবসার লাইসেন্স নবায়নে
৩২. ক্লাবের সদস্যপদ গ্রহণ ও নবায়নে
৩৩. দরপত্রে অংশ নিতে
৩৪. আমদানি-রপ্তানি বিল দাখিলে
৩৫. রাজউকসহ উন্নয়ন কর্তৃপক্ষ বা পৌরসভায় ভবনের নকশা অনুমোদনে
৩৬. বাড়ি ভাড়া বা লিজ প্রদানে
৩৭. নির্দিষ্ট ব্যক্তির কাছে পণ্য বা সেবা সরবরাহে
৩৮. হোটেল, রেস্টুরেন্ট, ক্লিনিক ইত্যাদির লাইসেন্স গ্রহণে
৩৯. সামাজিক বা করপোরেট ইভেন্ট আয়োজনে কমিউনিটি সেন্টার ভাড়ায়

 

আয়কর রিটার্ন জমা না দিলে সংশ্লিষ্ট ব্যক্তি উল্লিখিত সেবা পাবেন না। কেউ যদি এই নিয়ম উপেক্ষা করে সেবা দেন, তাঁর বিরুদ্ধেও প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে এনবিআরের নির্দেশনায় বলা হয়েছে।

এনবিআর জানিয়েছে, রাজস্ব আদায় বাড়ানো ও কর জালের আওতা বৃদ্ধি করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিয়মিত রিটার্ন দাখিলের মাধ্যমে কর প্রশাসনের স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা যাবে।

আঁখি

×