ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

আমার আঁধারে

অনিমেষ বিশ্বাস

প্রকাশিত: ১০:১১, ১৪ জুলাই ২০২৫

আমার আঁধারে

ছবি: জনকণ্ঠ

কোনোদিন যদি ভীষণ দুর্যোগ আসে
‎সারারাত ঝড়ো বাতাস বয় দিগন্ত জুড়ে;
‎তোমার অগাধ ঐশ্বর্য তবু রবে অক্ষত
‎আমার শূন্য উঠোন তুমি ফসলে দিও ভরে।

‎বিকেলের রোদটুকু যদি কভু ম্লান হয়ে যায়
‎হঠাৎ সন্ধ্যা নেমে চরাচর আঁধারে ভাসে;
‎জানি তোমার হৃদয়ের তাপ আলোর অধিক
‎তুমি জ্বেলে দিও দীপ খুব ভালোবেসে।

‎ধরো যদি কোনোদিন কোলাহল থেমে যায়,
‎নির্জন হয়ে যায় এই মুখরিত অন্তঃপুর;
‎তোমার বীণার গান সেদিনও যেন বাজে
‎তার আবেশে মাতিও আমার হৃদয়-সমুদ্দুর।

‎যবে আমার দিনের শেষে হবে যাত্রা শুরু
‎আধাঁর ভরা ঐ যাত্রায় আলোর দিশা হয়ও;
‎অস্তিত্ব আমার যেন না হয় বিলীন
‎অশেষের মন্ত্রে আমায় তুমি অমরতা দিও।

লেখকঃ অনিমেষ বিশ্বাস, শিক্ষক, জুনিয়র ল্যাবরেটরি হাইস্কুল, ধানমন্ডি, ঢাকা

সাব্বির

×