ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

কমিউনিটি সেন্টারে সবাই ব্যস্ত বৌভাতে, বাড়িতে ঘটল দুঃসাহসিক ডাকাতি

আশফাক আহমদ, বড়লেখা, মৌলভীবাজার

প্রকাশিত: ১৫:৪৭, ১৪ জুলাই ২০২৫

কমিউনিটি সেন্টারে সবাই ব্যস্ত বৌভাতে, বাড়িতে ঘটল দুঃসাহসিক ডাকাতি

মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের একটি কমিউনিটি সেন্টারে কানাডা প্রবাসীর বৌভাত অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন বাড়ির সবাই। দিনের বেলায় বাড়ির পেছনের ফটক ভেঙে ডাকাতরা ভেতরে প্রবেশ করে আলমিরা ভেঙে নিয়ে গেছে ইউএস ডলার, টাকা, স্বর্ণালঙ্কার, দামি মোবাইল ফোন, ঘড়িসহ ৩০ লক্ষাধিক টাকার মূল্যবান জিনিসপত্র।

এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে রোববার বেলা দেড়টা থেকে আড়াইটার মধ্যে, পৌরশহরের পাখিয়ালায় হাজী আব্দুল আলী ট্রেড সেন্টারের স্বত্বাধিকারী শামীম আহমদের সুরক্ষিত বাসভবনে।

খবর পেয়েই থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং বাড়ির কাজের মহিলা স্বপ্না বেগমকে জিজ্ঞাসাবাদ করে। ডাকাতির ঘটনায় রোববার বিকেলে শামীম আহমদ বাদী হয়ে বড়লেখা থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। তবে এখন পর্যন্ত ডাকাত দলের কাউকে শনাক্ত করা যায়নি।

উপজেলা প্রশাসন ও থানা কমপ্লেক্স থেকে মাত্র ২/৩ শ’ মিটার দূরত্বে দিনে-দুপুরে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ভুক্তভোগীরা ও এলাকাবাসী বিস্মিত। অতীতে বড়লেখায় এ ধরনের ডাকাতির কোনো নজির নেই বলেও অনেকে জানিয়েছেন।

জানা গেছে, ব্যবসায়ী শামীম আহমদের ছেলে কানাডা প্রবাসী সাকিব আহমদের বৌভাত ছিল রোববার। আত্মীয়-স্বজনসহ সবাই দোতলা বাড়ির প্রতিটি কক্ষ তালাবদ্ধ রেখে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে চলে যান। বেলা আড়াইটার দিকে পরিবারের কয়েকজন মহিলা বাড়ি ফিরে পেছনের ফটক ও ঘরের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ঘরের আলমারিগুলোও তছনছ করা হয়।

শামীম আহমদের চাচাতো ভাই মিজানুর রহমান খছরু জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী, ডাকাতরা নগদ ৩ লাখ ১০ হাজার টাকা, ৫০০ ইউএস ডলার, ১৫ থেকে ২০ ভরি স্বর্ণালঙ্কার, দামি হাতঘড়ি, ৫টি মোবাইল ফোনসেটসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। দোতলা ভবনের নিচের তিন রুম ও উপরের তিন রুমে ডাকাতরা হানা দেয়। পাঁচ রুমের প্রতিটি স্টিল ও কাঠের আলমিরা ভেঙে তছনছ করা হয়। একটি রুমের আলমিরার তালা ভাঙতে পারেনি ডাকাতরা, ফলে ওই রুমের মালামাল অক্ষত থাকে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা সোমবার দুপুরে জানান, ঘটনার পর বাড়ির কাজের মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধারে ও ডাকাত চক্রকে গ্রেপ্তারে পুলিশের একটি বিশেষ টিম রোববার রাত থেকেই অভিযান চালাচ্ছে। খুব দ্রুতই এ বিষয়ে অগ্রগতি আশা করা যাচ্ছে।

সানজানা

×