ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

জমি কিনলেন, এখন ঘর চাই? সিটি ব্যাংকের লোনে ৭০% অর্থায়ন, আগাম পরিশোধের সুবিধাও আছে!

প্রকাশিত: ১৮:৪৭, ১৪ জুলাই ২০২৫; আপডেট: ১৮:৪৭, ১৪ জুলাই ২০২৫

জমি কিনলেন, এখন ঘর চাই? সিটি ব্যাংকের লোনে ৭০% অর্থায়ন, আগাম পরিশোধের সুবিধাও আছে!

ছবি: সংগৃহীত

নিজের একটি বাড়ির স্বপ্ন এখন বাস্তব করা আরও সহজ। সিটি ব্যাংক পিএলসি দিচ্ছে স্বাচ্ছন্দ্যে হোম লোন নেয়ার সুযোগ। নতুন ফ্ল্যাট কেনা, বাড়ি নির্মাণ, বা পুরনো বাড়ি সংস্কার—সবকিছুর জন্যই ব্যাংকটি দিচ্ছে সাশ্রয়ী ও নমনীয় ঋণ সুবিধা।

৫ লাখ থেকে ২ কোটি টাকা পর্যন্ত লোন

এই হোম লোনের আওতায় একজন গ্রাহক সর্বনিম্ন ৫ লাখ টাকা থেকে সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। মেয়াদও যথেষ্ট নমনীয়—কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কিস্তিতে টাকা পরিশোধ করা যাবে। সুদহার প্রতিযোগিতামূলক এবং নির্ধারিত নিয়মে পরিশোধ করলে আগাম নিষ্পত্তির সুবিধাও রয়েছে।

যেসব সুবিধা পাচ্ছেন গ্রাহকরা

সিটি ব্যাংকের হোম লোনে রয়েছে বিভিন্ন আকর্ষণীয় ফিচার। যেমন—

  • সম্পত্তির বাজারমূল্যের সর্বোচ্চ ৭০% পর্যন্ত অর্থায়ন

  • সেমিপাকা বাড়ির জন্যও অর্থায়ন

  • প্রবাসী বাংলাদেশিদের জন্য (NRB) বিশেষ ঋণের সুযোগ

  • ওভারড্রাফট (OD) সুবিধা

  • কোনো গোপন খরচ নেই

  • সারা দেশেই এই লোন পাওয়া যাবে

যোগ্যতা ও আয়ের শর্ত

এই লোনের জন্য আবেদন করতে হলে গ্রাহকের বয়স হতে হবে ২২ থেকে ৬৫ বছরের মধ্যে। পেশাগত জীবনে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সাধারণ গ্রাহকদের মাসিক আয় কমপক্ষে ৫০,০০০ টাকা হতে হবে। তবে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ন্যূনতম আয়সীমা ৩০,০০০ টাকা।

প্রয়োজনীয় কাগজপত্রও সুনির্দিষ্টভাবে নির্ধারিত

চাকরিজীবী, ব্যবসায়ী, পেশাজীবী কিংবা বাড়ির মালিক—প্রত্যেকের জন্য প্রয়োজনীয় আলাদা আলাদা ডকুমেন্টসের তালিকা দেওয়া আছে। এর মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্র, ছবি, অফিস আইডি বা ভিজিটিং কার্ড, ই-টিআইএন সার্টিফিকেট, ইউটিলিটি বিল, এবং ব্যাংক স্টেটমেন্টসহ অন্যান্য কাগজপত্র।

এছাড়া ফ্রি-হোল্ড ও লিজহোল্ড উভয় ধরণের সম্পত্তির ক্ষেত্রেই রয়েছে পৃথক দলিলপত্রের প্রয়োজনীয়তা।

আপনার স্বপ্নের বাড়ির জন্য আজই যোগাযোগ করুন

সিটি ব্যাংক আপনার পাশে থাকতে চায় আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগে। হোম লোন গ্রহণের জন্য আজই নিকটস্থ সিটি ব্যাংক শাখায় যোগাযোগ করুন বা ভিজিট করুন ব্যাংকের ওয়েবসাইটে।

আবির

আরো পড়ুন  

×