ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

প্রতিদিন মোবাইল অপারেটরের প্রমোশনাল এসএমএসে বিরক্ত? জেনে নিন যেভাবে বন্ধ করবেন এসএমএস আসা

প্রকাশিত: ১৬:০৭, ১৩ জুলাই ২০২৫; আপডেট: ১৬:১২, ১৩ জুলাই ২০২৫

প্রতিদিন মোবাইল অপারেটরের প্রমোশনাল এসএমএসে বিরক্ত? জেনে নিন যেভাবে বন্ধ করবেন এসএমএস আসা

ছবি: সংগৃহীত

 

দেশের মোবাইল অপারেটরগুলো বিভিন্ন সময় তাদের পণ্য ও সেবার প্রচারণায় প্রমোশনাল এসএমএস পাঠিয়ে থাকে। যদিও এসব বার্তা অনেক গ্রাহকের কাছে বিরক্তিকর ও অপ্রয়োজনীয় বলে মনে হয়। এ বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গ্রাহকদের জন্য ‘ডু নট ডিস্টার্ব (DND)’ সেবা চালুর ওপর গুরুত্ব দিয়েছে।

বিটিআরসি নির্দেশনা অনুযায়ী, মোবাইল অপারেটরগুলোকে প্রতি মাসে অন্তত একবার গ্রাহকদের উদ্দেশ্যে DND সেবা চালু সংক্রান্ত এসএমএস পাঠাতে হবে। এর ফলে গ্রাহকরা সহজেই জানতে পারবেন কিভাবে তারা প্রমোশনাল এসএমএস বন্ধ করতে পারবেন।

DND সেবা চালু করার পদ্ধতিও খুব সহজ। প্রতিটি অপারেটর তাদের গ্রাহকদের জন্য নির্ধারিত কোড রেখেছে, যা ডায়াল করলেই সেবাটি চালু হয়ে যাবে।

  • গ্রামীণফোন গ্রাহকরা: *১২১*১১০১# ডায়াল করুন

  • বাংলালিংক গ্রাহকরা: *১২১*৮*৬# ডায়াল করুন

  • রবি গ্রাহকরা: *৭# ডায়াল করুন

তথ্যসূত্র: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন

আবির

×