
তাজনীন মেহেজাবীন
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের শিক্ষার্থী তাজনীন মেহেজাবীন চৌধুুুরী। ১ হাজার ৩০০ নম্ব^রের পরীক্ষায় তিনি পেয়েছেন ১ হাজার ২৩৭ নম্বর। এই অসাধারণ কৃতিত্বে¡ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে মেহেজাবীন, যিনি কেবল পরীক্ষার ফলেই নয়, নানা জাতীয় ও আঞ্চলিক প্রতিযোগিতায় অর্জিত অসংখ্য সম্মাননায় নিজেকে ইতোমধ্যেই প্রমাণ করেছেন একজন অলরাউন্ডার হিসেবে। ২০০৯ সালের ১ মে জন্ম নেয় মেহেজাবীন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ডুমুরিয়া গ্রামে। মাত্র তিন বছর বয়সে হারান বাবাকে। মায়ের একক সংগ্রামে বড় হতে থাকা এই মেয়ের জীবনে সেই শূন্যতা হয়ে ওঠে অনুপ্রেরণা।
মা শাহীন আক্তার, যিনি নিজেও একজন সহকারী শিক্ষিকা। ছোটবেলা থেকেই মেয়ের চোখে বুনে দেন এক স্পন ‘তুই একদিন বড় জজ হবি, মানুষের পাশে দাঁড়াবি’। সেই বিশ^াসেই পথচলা শুরু মেহেজাবীনের। ডুমুরিয়া রুদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার শুরু। সেখানে পিএসসি পরীক্ষায় উপজেলায় প্রথম হয়ে নিজের প্রতিভার প্রথম প্রমাণ দেন। পরবর্তীতে বঙ্গবন্ধু অলিম্পিয়াড ২০২২-এ জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে আলোচনায় আসেন তিনি।
এ ছাড়া নানামুধী মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখে মেহেজাবীন ইতোমধ্যেই জেলা ও উপজেলা পর্যায়ে অর্জন করেছে অসংখ্য পুরস্কার ও সম্মাননা।
মেহেজাবীন বলেন, একজন বিচারপতি হওয়ার স্বপ্ন তাকে তাড়িত করে শৈশব থেকেই। তবে সে এটিকে শুধু পেশাগত উচ্চতা হিসেবে নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর হাতিয়ার হিসেবে দেখতে চায়। ‘আমি চাই একজন ভালো মানুুষ হতে, যে মানুুষের পাশে দাঁড়ায়। বিচার বিভাগে কাজ করতে চাই সৎ নির্ভীক এবং দায়িত্বশীল একজন নারী বিচারক হিসেবে।’