ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

দেশে প্রথম ডিউক অফ এডিনবার্গ একটিভিটিজে অংশ নিতে থাইল্যন্ড ভ্রমণ করেছে দেশের প্রথম সারির স্কুল হেলিবারি ভালুকা

প্রকাশিত: ১৮:৪৫, ১৪ জুলাই ২০২৫; আপডেট: ১৮:৪৮, ১৪ জুলাই ২০২৫

দেশে প্রথম ডিউক অফ এডিনবার্গ একটিভিটিজে অংশ নিতে থাইল্যন্ড ভ্রমণ করেছে দেশের প্রথম সারির স্কুল হেলিবারি ভালুকা

ছবি: জনকণ্ঠ

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান হেলিবারি ভালুকা (Haileybury Bhaluka), প্রথমবারের মতো আন্তর্জাতিক পরিসরে ডিউক অফ এডিনবার্গ অ্যাওয়ার্ড–এর কার্যক্রমে অংশগ্রহণ করতে থাইল্যান্ড সফর করেছে।

 


এই সফরের অংশ হিসেবে হেলিবারির শিক্ষার্থীরা ২ দিনব্যাপী এক বিশেষ অ্যাডভেঞ্চার ও স্কিল ডেভেলপমেন্ট ক্যাম্পে অংশ নেয়। সেখানে দলগত কাজ, নেতৃত্বের অনুশীলন এবং সামাজিক সচেতনতা বিষয়ক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায় তারা।
বাংলাদেশের ভ্রমণ সেবা প্রতিষ্ঠান ফিউশন হলিডেস লিঃ হেলিবারি ভালুকার মালয়শিয়া ও থাইল্যন্ডের বাৎসরিক শিক্ষা সফরের অংশ হিসেবে এই কারযক্রম আয়োজন করে। 
ফিউশন হলিডেস লিঃ আয়োজিত এই ক্যাম্প প্রোগ্রাম সম্পর্কে  হেলিবারি ভালুকার সিওও জনাব মাসুম উদ্দিন বলেন, “সত্যিই এমন একটা প্রোগ্রাম থেকে আমাদের ছাত্ররা শারীরিক, মানসিক উন্নয়ন, আত্মনির্ভরতা ও সমস্যা সমাধান, শৃঙ্খলা ও ধৈর্য তৈরি, আত্মবিশ্বাস , সামাজিক দায়বদ্ধতা ও কমিউনিটি সার্ভিস দিয়েপ্রতিকূল পরিবেশে থাকার মাধ্যমে নিজের উপর আস্থা তৈরি করতে সক্ষমতা অর্জন করার শিক্ষা পেয়েছে।“

 


তরুণদের আধুনিক শিক্ষার সহায়ক উল্লেখ করে  ট্যুর অপারেটর ফিউশন হলিডেজ লিঃ এর সিইও এইচ এম তারিকুল ইসলাম বলেন, "এই প্রোগ্রাম তরুণদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ, দায়িত্ববান নাগরিক এবং ভবিষ্যতের নেতায় রূপান্তরিত করতে সাহায্য করে। বাংলাদেশ থেকে দেশের বাইরে এমন যেকোন অনুষ্ঠান আয়োজনে ফিউশন হলিডেজ লিঃ চমৎকার সক্ষমতা রাখে।"
মুলত ডিউক অফ এডিনবার্গ অ্যাওয়ার্ড হলো একটি আন্তর্জাতিক স্বীকৃত যুব উন্নয়ন কর্মসূচি, যা তরুণদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ, সহমর্মিতা ও কর্মদক্ষতা বাড়াতে সহায়তা করে। বিশ্বের ১৩০টিরও বেশি দেশে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। বাংলাদেশ থেকে এই প্রথম কোন প্রতিষ্ঠান দেশের বাইরে এমন ডিউক অফ এডিনবার্গ অ্যাওয়ার্ড এক্টিভিটিজে অংশ গ্রহন করেছে।

ছামিয়া

×