ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

বোর্ড সেরা তাজনীন মেহেজাবীনকে সম্মাননা দিলো উপজেলা প্রশাসন

মো. জামশেদুল আলম, আনোয়ারা, চট্টগ্রাম 

প্রকাশিত: ১৮:৪২, ১৪ জুলাই ২০২৫; আপডেট: ১৮:৪২, ১৪ জুলাই ২০২৫

বোর্ড সেরা তাজনীন মেহেজাবীনকে সম্মাননা দিলো উপজেলা প্রশাসন

ছবি: দৈনিক জনকণ্ঠ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে প্রথম স্থান অর্জন করা তাজনীন মেহেজাবীন চৌধুরীকে সম্মাননা দিয়েছে আনোয়ারা উপজেলা প্রশাসন। 

১৪ জুলাই (সোমবার) দুপুরে আনোয়ারা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস হোসেন, আনোয়ারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও শিক্ষাবিদেরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন,
‘মেহেজাবীনের এই অসাধারণ সাফল্য শুধু আনোয়ারার নয়, এটি পুরো চট্টগ্রাম জেলার জন্যই গর্বের বিষয়। মেয়েটি মায়ের সাহস আর নিজের মেধা দিয়ে যে জায়গায় পৌঁছেছে, তা সত্যিই অনুকরণীয়। আমরা চাই, মেহেজাবীনের মতো আরও অনেক শিক্ষার্থী যেন এমন দৃষ্টান্ত স্থাপন করে। উপজেলা প্রশাসন সবসময় মেধাবীদের পাশে থাকবে।’

উল্লেখ্য, মেহেজাবীন আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি ১ হাজার ৩০০ নম্বরের মধ্যে ১ হাজার ২৩৭ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে ব্যবসায় শিক্ষা বিভাগে প্রথম স্থান অধিকার করেন। এই সাফল্য তার অধ্যবসায়, প্রতিভা এবং পারিবারিক সংগ্রামের এক অনন্য সাক্ষ্য বহন করে।

মেহেজাবীন বেড়ে উঠেছেন তার মা শাহীন আক্তারের একক লালন-পালনে। পেশায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এই মায়ের নিরলস পরিশ্রম আর মেয়ে মেহেজাবীনের অদম্য ইচ্ছাশক্তি মিলেই সম্ভব হয়েছে এই অনন্য সাফল্য।

শুধু একাডেমিক সাফল্যেই নয়—জাতীয় পর্যায়ে একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মেহেজাবীন ইতোমধ্যে নিজেকে বারবার প্রমাণ করেছেন। বঙ্গবন্ধু অলিম্পিয়াড, জাতীয় শিশু পুরস্কার, ডিএলসি ক্যাম্পেইন, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, বাংলাবিদ, মুজিব অলিম্পিয়াডসহ বহু আয়োজনে তার সাফল্য ঈর্ষণীয়।

অনুষ্ঠানে মেহেজাবীন বলেন, 'এই সাফল্য আমার একার নয়। আমার মা, আমার শিক্ষক, বিদ্যালয়ের সবার সহযোগিতায় আমি আজ এখানে। চেয়েছি শুধু মায়ের মুখে হাসি ফোটাতে, আলহামদুলিল্লাহ সেটা পেরেছি। ভবিষ্যতে বিচার বিভাগে কাজ করার ইচ্ছা আছে, তবে তার চেয়েও বড় স্বপ্ন—ভালো মানুষ হওয়া।'

অনুষ্ঠানে আনোয়ারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেহেজাবীনকে পুরস্কার ও শুভেচ্ছাস্মারক প্রদান করা হয়।

মিরাজ খান

×